অর্ধেক ভাড়া
বরিশালে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম
নৌযানসহ সকল গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত, নৌবন্দরের ঘাটের টিকিট মওকুফ ও নিরাপদ সড়কের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০টায় নগরীর সদর রোডে বরিশালের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে নগরীর সদর রোড ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। পরে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
আরও পড়ুন: নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের কফিন মিছিল
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী সুজয় শুভ, বিএম কলেজের সংগঠক কিশোর চন্দ্র বালা, বিএম কলেজের শিক্ষার্থী প্রদীপ কুমার দাস রাহুল ও বরিশাল কলেজের ছাত্র রিফাত প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মধ্যে সকল গণপরিবহনের ভাড়া বেড়েছে। ভাড়া বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাই নৌযানসহ সকল গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি নৌবন্দরে প্রবেশে ঘাট টিকিট মওকুফ ও নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবি জানান। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়া বিষয়ে সিদ্ধান্ত রবিবার
১১ দাবি নিয়ে আবারও সড়কে শিক্ষার্থীরা
২ বছর আগে
১১ দাবি নিয়ে আবারও সড়কে শিক্ষার্থীরা
নিরাপদ সড়ক ও দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারিসহ ১১ দফা দাবি নিয়ে আবারও রাজধানীর রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
সকাল ১১টায় ইকরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, ইমপেরিয়াল কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজসহ বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন।
এ সময় তারা যানবাহনের কাগজপত্র, লাইসেন্স, ফিটনেস সনদ যাচাই করে। এতে মালিবাগ-রামপুরা সড়কে যান চলাচল ধীর হয়ে যায়। এছাড়া কুড়িল বিশ্বরোড থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
হারিস নামে এক শিক্ষার্থী বলেন, তাদের দাবি কর্তৃপক্ষ মেনে না নিলে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে এক ঘণ্টার জন্য তারা একই সড়কে আবার অবস্থান নেবে।
এদিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে দুপুর ২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: রামপুরায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা
২ বছর আগে
শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধে পুলিশের বাধা
ঢাকা, ২৯ নভেম্বর (ইউএনবি)-গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়াসহ বিভিন্ন দাবিতে আটটি বামপন্থী ছাত্র সংগঠন রাজধানীর শাহবাগ মোড় অবরোধের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।
এছাড়া তাদের অন্য দাবিগুলো হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নেয়া এবং জ্বালানি তেলের মূল্য হ্রাস করা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বামপন্থী ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন।
যখন তাদের মিছিল জাতীয় জাদুঘরের সামনে আসে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ধস্তাধস্তি হয়। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।
এছাড়া তারা গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার, সিটিং সার্ভিস বন্ধ, শিক্ষার্থী ও বিভিন্ন কারখানার শ্রমিকদের অর্ধেক ভাড়া, শিক্ষার্থীদের হাফ পাস নিয়ে প্রজ্ঞাপন জারি করা, নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিত করা।
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে শিক্ষার্থীরা ১৮ নভেম্বর থেকে বিক্ষোভ করে আসছে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে গণপরিবহনে ভাড়া বাড়া ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচাপায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পরিবহন খাতের বিশৃঙ্খলা নিয়ে শিক্ষার্থীদের সোচ্চার করে তুলে।
আরও পড়ুন: নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
অর্ধেক বাস ভাড়ায় শিক্ষার্থীদের সমর্থন দিয়েছে বিএনপি
২ বছর আগে