ঢাকা, ২৯ নভেম্বর (ইউএনবি)-গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়াসহ বিভিন্ন দাবিতে আটটি বামপন্থী ছাত্র সংগঠন রাজধানীর শাহবাগ মোড় অবরোধের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।
এছাড়া তাদের অন্য দাবিগুলো হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নেয়া এবং জ্বালানি তেলের মূল্য হ্রাস করা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বামপন্থী ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন।
যখন তাদের মিছিল জাতীয় জাদুঘরের সামনে আসে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ধস্তাধস্তি হয়। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।
এছাড়া তারা গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার, সিটিং সার্ভিস বন্ধ, শিক্ষার্থী ও বিভিন্ন কারখানার শ্রমিকদের অর্ধেক ভাড়া, শিক্ষার্থীদের হাফ পাস নিয়ে প্রজ্ঞাপন জারি করা, নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিত করা।
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে শিক্ষার্থীরা ১৮ নভেম্বর থেকে বিক্ষোভ করে আসছে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে গণপরিবহনে ভাড়া বাড়া ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচাপায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পরিবহন খাতের বিশৃঙ্খলা নিয়ে শিক্ষার্থীদের সোচ্চার করে তুলে।
আরও পড়ুন: নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ