শাহ আমানত
শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যমানের ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম জব্দ করা হয়েছে বলে দাবি করেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
আরও পড়ুন: ১৭ ঘণ্টা পর শাহ আমানত বিমানবন্দর চালু
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সদস্যরা ওই যাত্রীকে আটক করে।
জাকির হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকার বাসিন্দা। পুরাতন ঢাকার বংশাল এলাকার শিক্কাটুলিতে থাকতেন।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বলেন, ‘ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট বিএস-৩৪৩ করে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন জাকির হোসেন। এসময় তার কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল ও ইউএই দিরহাম পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় নিরাপত্তাকর্মীরা বিমানের ভেতর থেকে তাকে আটক করেছেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে ১ কেজি স্বর্ণ জব্দ
২ মাস আগে
১৭ ঘণ্টা পর শাহ আমানত বিমানবন্দর চালু
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বন্ধ থাকার ১৭ ঘণ্টা পর চালু হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।
রবিবার দুপুর ১২টা থেকে ফ্লাইট উঠা-নামা বন্ধ ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সোমবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সোমবার (২৭ মে) সকাল থেকে পুনরায় রানওয়ের কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন: উন্নত যাত্রীসেবা ও দক্ষ বিমানবন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এভিয়েশন শিল্পকে এগিয়ে নেওয়া হবে: বিমানমন্ত্রী
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ‘সোমবার ভোর ৫টা থেকে যথারীতি নিয়মিত কার্যক্রম শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।’
এর আগে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সময় বাড়িয়ে সোমবার ভোর ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টা বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে এ বিমানবন্দরে রবিবার (২৬ মে) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাথমিকভাবে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সময় বাড়িয়ে সোমবার ভোর ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টা বন্ধ রাখা হয় বিমানবন্দরের কার্যক্রম। এ সময়ের মধ্যে আন্তর্জাতিক ৭টি ও অভ্যন্তরীণ ৯টি ফ্লাইট মিলিয়ে মোট ১৬টি ফ্লাইট বাতিল হয়।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: চট্টগ্রাম বিমানবন্দরে দুপুর থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ
চট্টগ্রাম বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে ৭০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
৫ মাস আগে
শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-১৪৭) থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) রাতে ওই ফ্লাইটের ১৭এ সিটের ওভারহেড বিনের ভেতরে যাত্রীবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। পরে স্ক্যানিং করলে ব্যাগটির ভেতর ১ হাজার ৮৭৫ পিস সৌদি রিয়াল এবং ১০০ পিস মার্কিন ডলারের নোট পাওয়া যায়।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি সিগারেট ও স্বর্ণালংকার জব্দ, ২ জন আটক
বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. আকরাম হোসেন বলেন, ব্যাগটি স্ক্যানিং করে ১ হাজার ৮৭৫ পিস ৫০০ সৌদি রিয়াল (বাংলাদেশি ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা) ও ১০০ পিস মার্কিন ডলার (১১ লাখ টাকা) পাওয়া যায়।
উদ্ধার করা মার্কিন ডলার ও সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকা।
বিমানবন্দরের চট্টগ্রাম কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইড ইউনিট জানান, উদ্ধার করা বৈদেশিক মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক
শাহ আমানত বিমানবন্দরে ১ কেজি স্বর্ণ জব্দ
৬ মাস আগে
শাহ আমানত বিমানবন্দরে ১ কেজি স্বর্ণ জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটের ৩ যাত্রীর কাছ থেকে ১ কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকালে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ২.২২৮ কেজি স্বর্ণ জব্দ, ২ যাত্রী আটক
যাদের কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়েছে তারা হলেন— মোবারক আলী, মোহাম্মদ নাজমুল হক এবং মোহাম্মদ আনোয়ার শাহ। মোবারক আলীর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়, নাজমুল হকের চট্টগ্রামের সাতকানিয়ায় এবং আনোয়ার শাহের সন্দ্বীপ এলাকায়। তাদের এখনও আটক দেখানো হয়নি।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর এনএসআই ও কাস্টমস সূত্র জানায়, আনুমানিক ১ কেজির উপরে স্বর্ণ উদ্ধার করা হয়।
আটকরা এই স্বর্ণ তাদের কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে মুড়িয়ে সুকৌশলে লুকায়িত অবস্থায় বহন করছিলেন।
ইতোপূর্বে, উক্ত যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট যোগে দুবাই থেকে সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছার পর তাদের তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ৪৫১ গ্রাম স্বর্ণ জব্দ, প্রবাসী আটক
চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
৬ মাস আগে
শাহ আমানতে প্রবাসীর রাইস কুকার থেকে ১.৫০ কোটি টাকার স্বর্ণ জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর রাইস কুকার থেকে ১ কেজি ৭০০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তল্লাশি চালিয়ে বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা এসব স্বর্ণ জব্দ ও মোহাম্মদ আলী নামে ওই যাত্রীকে আটক করে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১
আটক বিমান যাত্রী মোহাম্মদ আলী জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার মোহাম্মদ মুসার ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসেন।
চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ জানান, শুক্রবার সকাল ৭টা ২৪ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার-জি৯৫২৬ নম্বরের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন মোহাম্মদ আলী।
তিনি বলেন, তাকে সন্দেহ হলে তার মালামাল তল্লাশি করা হয়। তার ব্যাগেজ কেটে একটি রাইস কুকার পাওয়া যায়।
তিনি আরও বলেন, যার মধ্যে বিশেষ কৌশলে রাখা ১ কেজি ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে আধা কেজি স্বর্ণ জব্দ, প্রবাসী আটক
চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, ভারতীয় নাগরিক আটক
১ বছর আগে
শাহ আমানত বিমানবন্দরে আধা কেজি স্বর্ণ জব্দ, প্রবাসী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক প্রবাসীর যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় আধা কেজি (৫৩৭) গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এসময় মোহাম্মদ রেজাউল করিম নামে একজনকে আটক করা হয়।
রবিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে স্বর্ণ জব্দ করেন।
আরও পড়ুন: যশোর সীমান্তে ৪৩টি স্বর্ণের বারসহ ২ জন আটক
আটক রেজাউল করিমের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। তার বাবার নাম আবুল হোসেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টা ৫৮ মিনিটে দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫৬৩ ফ্লাইটে করে দুবাই থেকে আসেন ওই যাত্রী। গোপন সংবাদ থাকায় তার ব্যাগ তল্লাশি করে ২৪ ক্যারেটের ১১৬ দশমিক ৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, ২৪ ক্যারেটের ৮৮ গ্রাম ওজনের তিনটি রিং, ২৪ ক্যারেটের ২৩৩ গ্রাম ওজনের দুটি স্বর্ণের দণ্ড, ২২ ক্যারেটের একশ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়।
এগুলো ফ্রাইপ্যানের হাতল ও পারফিউমের বোতলের মুখে লুকিয়ে পাচারের চেষ্টা করেন তিনি। এ ছাড়াও তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও সিগারেট জব্দ করা হয়। স্বর্ণসহ জব্দ করা মালামালের বাজার মূল্য ৪৭ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, অভিযুক্ত যাত্রী সোনার পিণ্ড ও রিং সদৃশ সোনা ফ্রাইপেনের হাতলের ভেতরে এবং বডি স্প্রের মুখে বিশেষভাবে লুকিয়ে এনেছেন।
কতনি আরও বলেন, এ ঘটনায় দুবাইফেরত যাত্রী তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা মুন্সিপুর সীমান্তে ৬ স্বর্ণের বার জব্দ, আটক ১
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে ৬টি স্বর্ণের বার জব্দ, আটক ১
১ বছর আগে
শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ, আটক ১
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ হাজার ৭৮৭ মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। এসময় মো. সোহেল নামে এক যাত্রীকে আটক করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা।
শুক্রবার (১১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ তাকে আটক করা হয়।
রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ যাওয়ার কথা ছিল।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বাতিল
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোহেল নামের ওই যাত্রী ১ লাখ ৩৬ হাজার ৮৫০ ইউএই দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৩৯ লাখ ৬৮ হাজার টাকা), ৪০০ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৯৬০ টাকা), ২০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার টাকা), ৮ হাজার ৩৫০ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ৫ হাজার ৯৭৫ টাকা) ও ৬১৮ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬৬ হাজার ৮৬০ টাকা) পাচারের চেষ্টা করেছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা উদ্ধার করি।
তিনি বলেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ লাখ ৭৬ হাজার ৪৪৫ টাকা।
বিদেশি মুদ্রাগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের পর ওই যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলায় পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করে শুল্ক গোয়েন্দা বিভাগ।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে ৬৩.১৭ লাখ টাকার স্বর্ণ জব্দ
শাহ আমানত বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দর চালু
১ বছর আগে
২ ঘন্টা পর চালু শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে
প্রশিক্ষণ বিমানের চাকায় সমস্যা হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দুই ঘণ্টা বন্ধ ছিল। রবিবার দুপুর ২টা ২৫ মিনিট থেকে বিকাল ৩টা ৪৫ পর্যন্ত প্লেন ওঠানামা বন্ধ ছিল। তবে এখন রানওয়ে চালু করা রয়েছে।চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ড করার পর মোড় নেয়ার সময় চাকা খুলে যায়। এর কারণে বিমানটি রানওয়েতে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিমানটির চাকা মেরামতের কাজ শেষ হলেই আবার রানওয়ে খুলে দেয়া হয়।এর আগে গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি প্লেন আটকে থাকে। এতে প্রায় ৪০ মিনিট রানওয়ে বন্ধ থাকে। প্লেনটির কারণে রানওয়ে বন্ধ থাকায় বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা প্রায় ১৫টি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়।
আরও পড়ুন: কুয়াশার কারণে শাহ আমানতে বিমান চলাচল ব্যাহত
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর বন্ধ ঘোষণা
২ বছর আগে
শাহ আমানতে যাত্রী আটক, ৩৪ স্বর্ণের বার জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের ওই যাত্রীকে আটকের সময় তার কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আটক ওই যাত্রীর নাম সাইফুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বলে জানা গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দার উপ কমিশনার একেএম সুলতান মাহমুদ জানান, গোপন সংবাদে তথ্য ছিল সারজা থেকে আসা চট্টগ্রামের লোহাগাড়ার সাইফুল ইসলাম নামের এক যাত্রী অবৈধ পণ্য নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিক্তিতে সকাল সাড়ে ৭টায় বিমানটি অবতরণের পরই গোয়েন্দা সংস্থার লোকজন বিমানে উঠে তল্লাশি অভিযান শুরু করে এবং সাইফুলের শরীর তল্লাশি করে কালো স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করে এবং তাকে আটক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: শাহ আমানতে ২৮ স্বর্ণের বারসহ বিদেশ ফেরত যাত্রী আটক
বেনাপোলে যাত্রীর পাকস্থলী থেকে স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ২
২ বছর আগে
শাহ আমানতে ২৮ স্বর্ণের বারসহ বিদেশ ফেরত যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ২৮টি (প্রায় তিন কেজি) স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের জেদ্দা থেকে আসা বিমানের এক যাত্রীকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নিয়ামুল হাসান।
তিনি বলেন, জেদ্দা থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর কাছ থেকে ২৮টি অবৈধ স্বর্ণের বার পাওয়া গেছে। স্ক্যানিংয়ের সময় ওই যাত্রীর লাগেজে ধাতব বস্তুর অস্তিত্ব দেখা যায়। এরপর তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে স্বর্ণবারগুলো পাওয়া যায়।
তিনি আরও বলেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ঝিনাইদহে এক কোটি ১৬ লাখ টাকার ৯ স্বর্ণের বার জব্দ
বিমানবন্দরে ৫৯ স্বর্ণের বারসহ মার্কিন পাসপোর্টধারী যাত্রী আটক
২ বছর আগে