বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
জনগণের কল্যাণে কাজ করুন: পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বলেছেন, তার সরকার একটি সুপ্রশিক্ষিত ও শিক্ষিত পুলিশ বাহিনী গড়ে তুলতে চায় যারা জনগণের কল্যাণে কাজ করবে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ‘জনগণের পুলিশ বাহিনী’ গড়ে তোলা যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল।’
দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।
এছাড়াও তিনি দেশের বিভিন্ন স্থানে গৃহহীনদের জন্য পুলিশ বাহিনীর তৈরি ৪০০টি বাড়ি হস্তান্তর করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পুলিশকে একটি বিশেষায়িত জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধা দিয়ে আসছে।
পড়ুন: সব দেশে টিকা দেয়ার লক্ষ্য পূরণে সহায়তা করুন: আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রী
পুলিশ বাহিনীকে অত্যন্ত সততার সাথে কাজ করতে দেখতে চাই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশ সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের উন্নয়ন মূল দর্শন হলো তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হবে।
তিনি বলেন, ‘সরকার গঠনের পর আমরা তৃণমূল পর্যায় থেকে উন্নয়নে কাজ করছি।
সরকারপ্রধান বলেন, ‘দেশের উন্নয়নের সুফল সবাইকে পেতে হবে। আমাদের সরকার সব সময় এটি মাথায় রেখে কাজ করে।’
দেশের একজন ব্যক্তিও ভূমিহীন, গৃহহীন এবং ঠিকানাহীন থাকবে না এই দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।
এ প্রসঙ্গে তিনি লক্ষ্য অর্জনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এম আখতার হোসেন, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
পড়ুন: চলতি বছরের শেষে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী
২ বছর আগে
প্রধানমন্ত্রীর জন্মদিনে বোরহান বিশ্বাসের ‘শুভেচ্ছা তোমায়’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সম্প্রতি ‘শুভেচ্ছা তোমায়’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সাংবাদিক বোরহান বিশ্বাস। গানের কথা ও সুর করেছেন তিনি নিজেই। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন আফরোজা সুলতানা রুবি।
ওয়াহেদ শাহীনের সংগীতায়োজনে গানের ভিডিও সম্পাদনার কাজ করেছেন শিমুল খান জয়। গানটি ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।
বোরহান বিশ্বাস বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০১৯ সালে একটি গান করেছি। আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি, তার কথা শুনে বড় হয়েছি সেই আকুতি থেকেই মূলত গানটি করা। এবার তারই কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গান করলাম। গত বছর অর্থাৎ, ২০২০ সালে আমরা প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন করেছি। সেই হিসেবে আসছে ২৮ সেপ্টেম্বর তাঁর ৭৫তম জন্মদিন। এটি আবার স্বাধীনতা ও বিজয়েরও সুবর্ণজয়ন্তী বছর। সব মিলিয়ে চমৎকার একটি সময়- এমন ভাবনা থেকেই গান করার বিষয়টি মাথায় আসে। ভিডিওতে প্রধানমন্ত্রীর শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত তাঁর বর্ণাঢ্য জীবনের গুরুত্বপূর্ণ সময়ের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘শোষিত মানুষের কণ্ঠস্বর’ শিরোনামে একটি গানের ভিডিও প্রকাশ করেছিলেন বোরহান বিশ্বাস।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে পররাষ্ট্রমন্ত্রীর নতুন বই ‘শেখ হাসিনা: বিমুগ্ধ বিস্ময়’
ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
তথ্যচিত্রে সালমানের জীবন
৩ বছর আগে
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কোন কল্পকাহিনী নয়, ভিশন ২০৪১ হলো সোনার বাংলা বাস্তবায়নে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবার একটি পরিকল্পনা।
বৃহস্পতিবার রিয়াদ দূতাবাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কোন কল্পকাহিনী নয়, ভিশন ২০৪১ হলো সোনার বাংলা বাস্তবায়নে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবার একটি পরিকল্পনা। যে দেশের অর্থনীতিকে এক সময় ‘’তলাবিহীন ঝুড়ি’’ হিসেবে অভিহিত করা হয়েছিল আজ সে দেশের অর্থনীতি বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময় হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের ভিশন ২০২১ উন্নত বাংলাদেশ গড়ার মূল মন্ত্র হিসেবে গত এক দশকে দেশের উন্নয়নে প্রশংসনীয় অবদান রেখেছে এবং এরই ধারাবাহিকতায় ভিশন ২০৪১ হাতে নেয়া হয়েছে যা আগামী দুই দশকে উন্নত বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ায় অবদান রাখবে।
আরও পড়ুন: টিকার যৌথ উৎপাদন নিয়ে শিগগরই আনুষ্ঠানিক ঘোষণা: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই সৌদি আরব বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার। সৌদি আরবের সাথে শ্রমবাজার কেন্দ্রিক সহযোগিতার পাশাপাশি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে হবে যা সম্পর্কের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। সোনার বাংলাকে বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হলে আমরা আমাদের সহযোগিতার ভিত্তিকে সহজেই শ্রমবাজার থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে রুপান্তর করতে সক্ষম হব।
আরও পড়ুন: রাশিয়া থেকে ৫ মিলিয়ন টিকা কিনতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, সৌদি আরব ব্যবসা, অর্থনীতি ও বিনিয়োগের সুযোগ সংস্কার করেছে যা কাজে লাগিয়ে আমাদের অনেক অভিবাসীরা সেখানে উদ্যোক্তা হওয়ার সুযোগ নিতে পারেন।
তিনি আরও বলেন, বিশ্বের ১৭০টি দেশে বসবাসরত প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স করোনা মহামারি কালীন বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছে। অভিবাসীদের সুবিধার্থে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।
প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপিএ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) সুলতানা আফরোজ ও সৌদি ব্যবসায়ী ও বাংলাদেশে বিনিয়োগকারী মোহাম্মদ এন হিজ্জি। ওয়েবিনার পরিচালনা করেন দূতাবাসের মিশন উপপ্রধান এস এম আনিসুল হক।
অনুষ্ঠানে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতরা ও কর্মকর্তারা যোগ দেন। এছাড়া রিয়াদে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরাও অনুষ্ঠানে যোগ দেন।
৩ বছর আগে
বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার রোধে বৈদেশিক মিশনকে সজাগ থাকতে বললেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার রোধে দেশের সকল বৈদেশিক মিশনকে সজাগ থাকতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৩ বছর আগে
আশ্রয়ণ: হাটিকুমরুলে স্থায়ী ঠিকানা পেয়ে উৎফুল্ল তৃতীয় লিঙ্গ সম্প্রদায়
তৃতীয় লিঙ্গের হওয়ার কারণে মাত্র নয় বছর বয়সে পরিবার এবং সমাজের ঠাঁই হারাতে হয় কলিকে। সেই থেকে স্থায়ী ঠিকানাহীন হয়ে অনেক কষ্ট করে গত ১৬ বছর ধরে ভাড়া বাড়িতে থাকতে হয়েছে তাকে।
৩ বছর আগে
দেশে প্রথম আন্তর্জাতিক ম্যারাথন শুরু রবিবার
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
৩ বছর আগে
পার্বত্যাঞ্চলের শান্তিতেও তারা খুশি নয়: তথ্যমন্ত্রী
ঢাকা, ২৮ ডিসেম্বর (ইউএনবি)- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার বলেছেন, দেশের শান্তি ও উন্নয়নে যারা খুশি নয়, পার্বত্যাঞ্চলের শান্তি, উন্নয়ন ও স্থিতিতেও তারা খুশি নয়।
৩ বছর আগে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে ৩টি কুমির অবমুক্ত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতশবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে তিনটি কুমির অবমুক্ত করা হয়েছে।
৩ বছর আগে
ভার্চ্যুয়াল সম্মেলন: ভারতের সাথে বিদ্যমান সম্পর্কের বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সহযোগিতামূলক ঐকমত্য রয়েছে তার সুযোগ নিয়ে উভয় দেশই নিজ নিজ অর্থনীতিকে আরও সংহত করতে পারে।
৩ বছর আগে
আন্তর্জাতিক অঙ্গনে দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে হবে: রাবাব ফাতিমা
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
৩ বছর আগে