রবিবার সকালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন সুন্দরবন পূর্ব বিভাগের করমজল খালে কুমিরগুলো অবমুক্ত করেন।
বন বিভাগ জানায়, সুন্দরবনের খালে অবমুক্ত করা লবণ পানির ওই কুমির তিনটি করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে জন্ম নিয়েছে। কুমির তিনটির বয়স তিন বছর। এর মধ্যে দুইটি নারী এবং একটি পুরুষ প্রজাতির।
আরও পড়ুন: কুমিরের চোখে ঘুষি মেরে প্রাণে বাঁচল কিশোর
এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের নদী-খালে ৯০টি লবণ পানির কুমির এবং ১০টি বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ ছাড়া হবে। এর মধ্যে দুই দফায় ৬টি কুমির অবমুক্ত করা হয়েছে। এসব কুমির এবং কচ্ছপ সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে জন্ম নিয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৫২ ডিম দিয়েছে কুমির জুলিয়েট
যুগ্ম সচিব মো. আব্দুর রাজ্জাক, উপসচিব এ এস এম ফেরদৌস, বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান, বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন এসময় উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৫ নভেম্বর সুন্দরবনের হারবারিয়া এলাকায় ৩টি কুমির অবমুক্ত করা হয়।
এদিকে, চলতি বছর ২৯ মে বাগেরহাটের সুন্দরবনে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কুমির জুলিয়েট ৫২টি ডিম পাড়ে। কুমিরটি পুকুরের কিনারায় মাটি খুড়ে ডিমগুলো পাড়ে।
আরও পড়ুন: নানা প্রতিকূলতায় ঘুরছে না সুন্দরবনের জেলেদের ভাগ্যের চাকা
নিয়ন্ত্রিত তাপমাত্রায় ইনকিউবেটরে রেখে ডিম থেকে কৃত্তিমভাবে বাচ্চা ফোটানোর চেষ্টা নিয়েছে বন বিভাগ। ডিম থেকে কুমিরের ছানা ফুটে বের হতে ৮৫ থেকে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তারা।
এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিন বছরে জুলিয়েট এবং পিপল নামে দুটি কুমির প্রজণন কেন্দ্রে ১৬৪টি ডিম পাড়লেও তা দিয়ে বাচ্চা ফুটাতে পারেনি বন বিভাগ।
আরও পড়ুন: খুলে দেয়ার প্রথম দিনেই সুন্দরবনে পর্যটকদের ভিড়
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজণন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘প্রজনন কেন্দ্রের কুমির জুলিয়েট পুকুর পাড়ে একে একে ৫২টি ডিম দিয়েছে। ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটরে নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখা হয়েছে। সব ঠিকঠাক থাকলে ডিম থেকে ছানা ফুটে বের হতে ৮৫ থেকে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
প্রজনন কেন্দ্রের বয়স্ক পুরুষ প্রজাতির কুমির রোমিওকে তুলে নিয়ে সেখানে অন্য একটি পুরুষ কুমির ছাড়া হয়েছে বলে জানান আজাদ কবির।