র্যালি
শুক্রবার রাজধানীতে ‘বিজয় দিবসের’ র্যালি করবে বিএনপি
৫৩তম বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ঢাকায় বর্ণাঢ্য ‘বিজয় দিবসের র্যালি’ বের করবে বিএনপি।
বুধবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি বের করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: বিএনপির ইভেন্ট কাভারের সময় সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, কনস্টেবল প্রত্যাহার
বিজয় দিবস উপলক্ষে দলটি ১৬ ডিসেম্বর সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে।
এদিন সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
পরে তারা একই দিন রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করবে।
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় দিবসের কর্মসূচি সফল করতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাতি শুক্রবার ৫৩তম বিজয় দিবস উদযাপন করবে।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এবং ত্রিশ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং প্রায় অর্ধলাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর গৌরবময় দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মর্যাদা লাভ করে।
আরও পড়ুন: আ.লীগের অনুরোধে গণমিছিলের তারিখ পরিবর্তন করবে বিএনপি
১০ ডিসেম্বর পুলিশের ওপর হামলার অভিযোগে ইশরাকসহ বিএনপি’র ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
১ বছর আগে
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি বিএনপির
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
১ সেপ্টেম্বরের কর্মসূচি অনুযায়ী সকাল ৬টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া বিএনপির সিনিয়র নেতারা দুপুর ১২টায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে বিকাল ৩টায় দিনটি উদযাপনে দলের নেতা-কর্মীরা নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি করবেন।
পরদিন ২ সেপ্টেম্বর বিকাল ৩টায় আলোচনা সভা করা হবে।
বিএনপির অঙ্গসংগঠন ও সকল শাখার নেতা-কর্মীরা সারাদেশে দিনটির প্রতি সম্মান জানিয়ে আলোচনা সভা ও র্যালিসহ নানারকম কর্মসূচি পালন করবে।
আত্মনির্ভরশীল বাংলাদেশ নির্মাণে ১৯ দফার ভিত্তিতে জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর কয়েক মেয়াদে দেশ শাসনও করে দলটি।
রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ছাড়াও আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে আগামী ৩০ আগস্ট ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির যৌথ আয়োজনে একটি মানববন্ধন করবে বিএনপি।
আরও পড়ুন: জনতার ঢেউয়ে সরকার ভেসে যাবে: ফখরুল
ভারতের ‘সমর্থন চাওয়া’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় বিএনপি
অন্যের সহায়তায় যারা ক্ষমতায় আছে তারা বাংলাদেশকে শাসন করতে পারে না: ফখরুল
২ বছর আগে
পদ্মা সেতুর উদ্বোধন: ফরিদপুরে ২ দিনব্যাপী কর্মসূচি
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ফরিপুরে দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে শহরের প্রধান সড়কের বিভিন্নস্থানে সুদৃশ্য তোড়ণ স্থাপন করা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, পদ্মা সেতুর উদ্বোধনী উৎসবকে সফল করতে ফরিদপুরের রাজনীতিবিদ এবং কর্মকর্তাদের নিয়ে মিটিং করে বিভিন্ন প্রস্তুতি নেয়া হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পদ্মা সেতু আমাদের আবেগের বিষয়। বাঙালি জাতির অহংকার এই পদ্মা সেতু। এজন্য পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব পালনের জন্য ফরিদপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতু: ফরিদপুরের অর্থনৈতিক দ্বার উন্মোচিত
তিনি বলেন, ওই দিন সকালে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে যাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। সেখানে সবাই সরাসরি সম্প্রচার করা পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। ফরিদপুরের স্টেডিয়ামে এই জন্য পদ্মা সেতুর একটি বড় রেপ্লিকা তৈরি করা হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম ইশতিয়াক আরিফ বলেন, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ফরিদপুরকে বর্ণিলভাবে সাজানো হয়েছে। ফরিদপুরের সরকারি-বেসরকারি স্বায়ত্তশাসিত ও ব্যক্তিমালিকানা ভবনগুলো আলোকসজ্জা করে সাজিয়ে তোলা হয়েছে। ঐতিহাসিক এই দিনটিকে বরণ করে আমরা স্মরণীয় করে রাখতে চাই।
আরও পড়ুন: জনগণের টাকায় স্বপ্নের পদ্মা সেতু, বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ ঘোষ বলেন, সেতুর উদ্বোধন উপলক্ষে শহরের টেপাখোলা মোড় থেকে রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত সাতটি তোড়ণ নির্মাণ করা হয়েছে।
স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
২ বছর আগে
পুলিশের উদ্যোগে মানিকগঞ্জে বিনামূল্যে মাস্ক বিতরণ
মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশের সদর সার্কেল।
৩ বছর আগে
মানিকগঞ্জে জাতীয় ভ্যাট দিবস পালন
জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে মানিকগঞ্জে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৪ বছর আগে