৫৩তম বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ঢাকায় বর্ণাঢ্য ‘বিজয় দিবসের র্যালি’ বের করবে বিএনপি।
বুধবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি বের করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: বিএনপির ইভেন্ট কাভারের সময় সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, কনস্টেবল প্রত্যাহার
বিজয় দিবস উপলক্ষে দলটি ১৬ ডিসেম্বর সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে।
এদিন সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
পরে তারা একই দিন রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করবে।
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় দিবসের কর্মসূচি সফল করতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাতি শুক্রবার ৫৩তম বিজয় দিবস উদযাপন করবে।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এবং ত্রিশ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং প্রায় অর্ধলাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর গৌরবময় দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মর্যাদা লাভ করে।
আরও পড়ুন: আ.লীগের অনুরোধে গণমিছিলের তারিখ পরিবর্তন করবে বিএনপি
১০ ডিসেম্বর পুলিশের ওপর হামলার অভিযোগে ইশরাকসহ বিএনপি’র ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা