ঐশ্বরিয়া রাই
পানামা পেপারস মামলায় ঐশ্বরিয়া রাইকে তলব
পানামা পেপারস নিয়ে জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে বলে সোমবার এনডিটিভি জানিয়েছে।
এতে বলা হয়, দিল্লিতে ৪৮ বছর বয়সী এই অভিনেত্রীকে বিদেশে সম্পদ লুকিয়ে রাখার অভিযোগে তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করতে চায়। তবে এ ব্যাপারে তিনি আরও সময় চেয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
এর আগে ঐশ্বরিয়া রাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে আরও দুবার সময় চেয়েছিলেন তিনি।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ২০১৭ সালে কথিত ফরেক্স লঙ্ঘনের তদন্ত শুরু করে। এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের উদারীকৃত রেমিট্যান্স স্কিম (এলআএস) এর অধীনে ২০০৪ সাল থেকে তাদের বিদেশি রেমিটেন্স ব্যাখ্যা করতে বলে বচ্চন পরিবারকে নোটিশ জারি করেছিল।
আরও পড়ুন: মেহজাবীন-রাজীবের প্রেমের গুঞ্জন সত্যি হলো!
ঐশ্বরিয়া রাই তদন্তাধীন বিদেশি অর্থপ্রদানের রেকর্ড জমা দিয়েছিলেন। সূত্র জানায়, সংস্থাটি এখন তার বক্তব্য রেকর্ড করতে চায়।
‘পানামা পেপারস’ মামলাটি ২০১৬ সালে লাখ লাখ নথি চুরি এবং মিডিয়াতে ফাঁস করা একটি বিস্তৃত তদন্ত। এই মামলায় অভিযোগ রয়েছে বিশ্বের ধনী ও শক্তিশালীরা কর এড়াতে অফশোর অ্যাকাউন্ট বা শেল কোম্পানি স্থাপন করে৷
৩০০ এরও বেশি ভারতীয় পানামা পেপারসের সাথে জড়িত বলে জানা গেছে।
আরও পড়ুন: নতুন বছরে ঢাকার সিনেমায় নাসিরুদ্দিন শাহ
৩ বছর আগে