কাপ্তাই ন্যাশনাল পার্ক
কাপ্তাইয়ে ১৫ ফুট দীর্ঘ অজগর উদ্ধারের পর অবমুক্ত
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধারের পর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। অজগরটি ১৫ ফুট দীর্ঘ এবং এর ওজন প্রায় ২০ থেকে ২২ কেজি।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম গবেষণা কেন্দ্র এলাকায় সাপটি দেখতে পেয়ে তরনমনি তনচংগ্যা নামে এক ব্যক্তি বস্তাবন্দি করেন এবং বন বিভাগকে খবর দেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান গিয়ে সাপটি বন বিভাগের রাম পাহাড় বিটের কাপ্তাই ন্যাশনাল পার্কে নিয়ে যান। সাপটি বর্তমানে সুস্থ রয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: ধানখেতে মিলল ১২ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) গঙ্গা প্রসাদ চাকমার উপস্থিতিতে অজগর সাপটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, অজগরটি ডার্ক পাইথন প্রজাতির বয়স্ক সাপ। এই ধরনের সাপের আবাসস্থল দিন দিন সংকুচিত হয়ে যাওয়ার কারণে অথবা রাতে খাবারের সন্ধানে লোকালয়ে এসে পড়েছিল সাপটি।
আরও পড়ুন: বাগেরহাটে ২০ ফুট দীর্ঘ অজগর উদ্ধারের পর অবমুক্ত
২ বছর আগে