দেশীয় মদ
গায়ে হলুদ অনুষ্ঠানে দেশীয় মদপানে মামা-ভাগ্নের মৃত্যু
মানিকগঞ্জের সদর উপজেলায় গায়ে হলুদ অনুষ্ঠানে দেশীয় মদপান করে মামা-ভাগ্নের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার উপজেলা হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু!
নিহতরা হলেন- বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে দীপু সরকার ও গাজীপুরের প্রসেনজিৎ সরকার। প্রসেনজিৎ দীপু সরকারের বড় বোনের ছেলে।
স্থানীয়রা জানান, বিয়ে উপলক্ষে তাদের বাড়িতে অনুষ্ঠান ছিল। গায়ে হলুদে রাতে কয়েকজন মিলে দেশীয় মদ খেলে তারা অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে দীপু ও প্রসেনজিৎ মারা গেছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন: গাজীপুরে মদপানে ২ জনের মৃত্যু
পাবনায় মদপানে যুবকের মৃত্যু
৯ মাস আগে
নাটোরে বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ, আটক ৩
নাটোরের বড়াইগ্রামে বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার সকালে উপজেলার হারোয়া গ্রামের একটি দেশীয় মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মদ জব্দ করেছে নাটোর র্যাব-৫ এর একটি আভিযানিক দল।
আটক ব্যক্তিরা হলেন- শ্রাবন গোমেজ(২৮),প্লাবন গোমেজ(২৫) ও দিলিপ বিশ্বাস(৩০)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি গাঁজা জব্দ, আটক ২: র্যাব
কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা বড়াইগ্রাম উপজেলার হারোয়া গ্রামের একটি দেশীয় মদ তৈরির কারখানায় অভিযান চালায়। এসময় সেখান থেকে এক হাজার ২৫ লিটার মদ জব্দ করা হয়।
এসময় তিন মদ ব্যবসায়ীকেও আটক করা হয়। পরে জব্দকৃত মদ ধ্বংস করে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয় বলে জানায় র্যাব।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩
১ বছর আগে
পাবনায় বিষাক্ত দেশীয় মদ পান করে ৩ বন্ধুর মৃত্যু
পাবনায় দেশীয় বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শহরের চকছাতিয়ানি এলাকায় এ ঘটনায় আরও দুই জনের অবস্থা আশংকাজনক।
নিহতরা হলেন, শহরের পৌর এলাকার চকছাতিয়ানির মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) এবং রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে রুবেল (৩২)। হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন একই এলাকার আব্দুস সালামের ছেলে সবুজ (৩১) এবং মৃত আলমের ছেলে রতন (২৯)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহর থেকে মদ কিনে পৌর এলাকার ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় রাতের কোন এক সময় পান করে। শুক্রবার সকালে তারা নিজ নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে জনি মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথেই মারা যায় এবং রুবেল রাজশাহী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরও পড়ুন: দিনাজপুরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু!
তাদের আরও দুই বন্ধু সবুজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও রতন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে শহর থেকে মদ সংগ্রহ করে রাতে তারা পাঁচ বন্ধু মিলে পান করে। পরের দিন সকালে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের তিনজনের মৃত্যু হয়। আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ জানানো যাবে।
আরও পড়ুন: শারদীয় দুর্গোৎসব: মদ্যপ অবস্থায় নওগাঁয় ২ মৃত্যু
২ বছর আগে