নাটোরের বড়াইগ্রামে বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার সকালে উপজেলার হারোয়া গ্রামের একটি দেশীয় মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মদ জব্দ করেছে নাটোর র্যাব-৫ এর একটি আভিযানিক দল।
আটক ব্যক্তিরা হলেন- শ্রাবন গোমেজ(২৮),প্লাবন গোমেজ(২৫) ও দিলিপ বিশ্বাস(৩০)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি গাঁজা জব্দ, আটক ২: র্যাব
কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা বড়াইগ্রাম উপজেলার হারোয়া গ্রামের একটি দেশীয় মদ তৈরির কারখানায় অভিযান চালায়। এসময় সেখান থেকে এক হাজার ২৫ লিটার মদ জব্দ করা হয়।
এসময় তিন মদ ব্যবসায়ীকেও আটক করা হয়। পরে জব্দকৃত মদ ধ্বংস করে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয় বলে জানায় র্যাব।