পাবনায় দেশীয় বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শহরের চকছাতিয়ানি এলাকায় এ ঘটনায় আরও দুই জনের অবস্থা আশংকাজনক।
নিহতরা হলেন, শহরের পৌর এলাকার চকছাতিয়ানির মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) এবং রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে রুবেল (৩২)। হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন একই এলাকার আব্দুস সালামের ছেলে সবুজ (৩১) এবং মৃত আলমের ছেলে রতন (২৯)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহর থেকে মদ কিনে পৌর এলাকার ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় রাতের কোন এক সময় পান করে। শুক্রবার সকালে তারা নিজ নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে জনি মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথেই মারা যায় এবং রুবেল রাজশাহী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরও পড়ুন: দিনাজপুরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু!
তাদের আরও দুই বন্ধু সবুজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও রতন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে শহর থেকে মদ সংগ্রহ করে রাতে তারা পাঁচ বন্ধু মিলে পান করে। পরের দিন সকালে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের তিনজনের মৃত্যু হয়। আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ জানানো যাবে।