খিলক্ষেত
সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান খিলক্ষেত থেকে গ্রেপ্তার: ডিএমপি
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে তাকে সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: সালমান এফ রহমান ও আনিসুল হক সদরঘাট থেকে গ্রেপ্তার: ডিএমপি
৩ মাস আগে
রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এনজিও কর্মী নিহত
রাজধানীর খিলক্ষেত এলাকায় মঙ্গলবার সকালে ট্রেনের ধাক্কায় ৩৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত নূর-এ-আলম তৈমুর সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের একজন কর্মী ছিলেন।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুনীল চন্দ্র সূত্রধর জানান, একই সময়ে দু’টি ট্রেন খিলক্ষেত লেভেল ক্রসিং পার হচ্ছিল।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
তিনি আরও বলেন, কানে এয়ারফোন পরা অবস্থায় তৈমুর কমলাপুরগামী ট্রেনের দিকে দৃষ্টি রেখে রেললাইন পার হচ্ছিলেন। তিনি বিমানবন্দরগামী ট্রেনটি লক্ষ্য না করায় সকাল ১০টার দিকে তাকে ধাক্কায় দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করেছে এবং যথাযথ প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।
তৈমুরের অকাল মৃত্যুতে সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের কর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আরও পড়ুন: কুমারখালীতে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত
নোয়াখালীতে ট্রাক চাপায় নারী এনজিও কর্মী নিহত
১১ মাস আগে
খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত সালমান আদিব (৯) বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মচারী রুহুল আমিনের ছেলে।
শিশুটির বাবা বলেন, 'সে আজ একা ছাদে গিয়েছিল এবং খেলার সময় পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ইবি শিক্ষকের গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
১ বছর আগে
খিলক্ষেতে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
ঢাকার উত্তরায় রাজউক ভবনে দুই দলের সংঘর্ষের ঘটনায় আটকের পর পুলিশ হেফাজতে ৫০ বছর বয়সী একজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন যে খিলক্ষেতের ব্যবসায়ী হিরন মিয়া বিকাল ৫টা ১০ মিনিটে উত্তরা পূর্ব থানায় অসুস্থ হয়ে পড়লে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি বলেন, বিকাল সাড়ে ৪টায় রাজউক উত্তরা ভবনে সংঘর্ষের ঘটনায় হিরনকে আটক করা হয়।
৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিরনকে আটক করে।
আরও পড়ুন: ঝিনাইদহে 'ভুল চিকিৎসায়' শিশু মৃত্যুর অভিযোগ
চল্লিশ মিনিট পর আমিনুল ইসলাম নামে একজন হিরনের বিরুদ্ধে মামলা করার সময় ৫০ বছর বয়সী উত্তরা পূর্ব থানায় অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে হিরনের পরিবার জানিয়েছে, তিনি রাজউক অফিসে গিয়েছিলেন একটি পরিকল্পনার অনুমোদন নিতে।
হিরনের স্ত্রী জানান, এ সময় কয়েকজন তাকে মারধর করে আটকে রাখে। এরপর তারা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: মনপুরায় হাসপাতালে চিকিৎসা না পেয়ে শিশু মৃত্যুর অভিযোগ
চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
১ বছর আগে
ট্রাফিক সতর্কতা: খিলক্ষেত-উত্তরা-গাজীপুর রুট এড়াতে ঢাকাবাসীদের অনুরোধ ডিএমপির
দীর্ঘ যানজটের কারণে মঙ্গলবার খিলক্ষেত থেকে উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক এড়িয়ে চলার জন্য ঢাকাবাসীকে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগ জনগণের জন্য একটি সতর্কতা জারি করে বলেছে যে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সৃষ্ট ভারী বর্ষণে ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এতে বলা হয়, সড়কে বড় বড় গর্তে জলাবদ্ধতার কারণে খিলক্ষেত থেকে উত্তরা হয়ে মহাখালী পর্যন্ত যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় কোনো জরুরি প্রয়োজন ছাড়া নগরবাসীদের এ সড়ক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।
২ বছর আগে
রাজধানীতে সড়ক বিভাজক ভেঙ্গে মাইক্রোতে বাসের ধাক্কা
রাজধানীর খিলক্ষেত এলাকায় মঙ্গলবার সকালে সড়ক বিভাজক ভেঙ্গে মাইক্রোবাসে ধাক্কা দিয়েছে ‘এনা পরিবহন’ এর একটি বাস।
এ ঘটনায় মাইক্রোবাসের ক্ষতি হলেও কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ বলেন, মঙ্গলবার সকাল ৯টায় খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের পাশে ময়মনসিংহগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে ধাক্কা দেয়।
আরও পড়ুন: পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রামে নিহত ৩
পুলিশ বাস আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।
মাইক্রোবাসের মালিক অভিযোগ দেয়ার পর এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
২ বছর আগে