রাজধানীর খিলক্ষেত এলাকায় মঙ্গলবার সকালে ট্রেনের ধাক্কায় ৩৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত নূর-এ-আলম তৈমুর সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের একজন কর্মী ছিলেন।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুনীল চন্দ্র সূত্রধর জানান, একই সময়ে দু’টি ট্রেন খিলক্ষেত লেভেল ক্রসিং পার হচ্ছিল।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
তিনি আরও বলেন, কানে এয়ারফোন পরা অবস্থায় তৈমুর কমলাপুরগামী ট্রেনের দিকে দৃষ্টি রেখে রেললাইন পার হচ্ছিলেন। তিনি বিমানবন্দরগামী ট্রেনটি লক্ষ্য না করায় সকাল ১০টার দিকে তাকে ধাক্কায় দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করেছে এবং যথাযথ প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।
তৈমুরের অকাল মৃত্যুতে সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের কর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।