স্বর্ণ জব্দ
চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক
ট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি স্বর্ণ, তিনটি মোবাইল ও দু’টি ল্যাপটপ জব্দের দাবি করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় দুবাইফেরত এক যুবককে আটক করা হয়।
রবিবার (৪ জুন) সকালে আবদুল করিম সজনকে (৩৪) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় আটক করা হয়। তার বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়। তার বাবার নাম আবদুল গফুর।
আরও পড়ুন: বেনাপোলে ২০ পিস স্বর্ণের বার জব্দ, আটক ৩
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকাল ৮টা ১০মিনিটের দিকে আবদুল করিম ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৬৩ ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে।
এ সময় তার সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ৭৪৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ডাকৃতির স্বর্ণ, একটি ১১৬ দশমিক ৫ গ্রাম ওজনের স্বর্ণের বার, ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ও দুইটি ল্যাপটপ জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক যাত্রী লম্বা দণ্ডাকৃতির স্বর্ণগুলো কৌশলে দরজার কব্জার ভেতরে লুকিয়ে নিয়ে আসছিল। মোবাইল ও ল্যাপটপসহ জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৩৫ হাজার ৪৩৩ টাকা।
আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বাজেটে বিদেশ থেকে আনা স্বর্ণের জন্য বিদ্যমান শুল্ক দ্বিগুণ করার প্রস্তাব
শার্শায় ১.৪ কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণের বার উদ্ধার: বিজিবি
চট্টগ্রামে শারজাহ ফ্লাইট থেকে ১.৩ কোটি টাকার স্বর্ণ জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা এয়ার এরাবিয়ার শারজাহ ফ্লাইট থেকে ১২টি সোনার বার জব্দ করা হয়েছে।
রবিবার রাতে চট্টগ্রাম কাস্টমস হাউস এই বারগুলো জব্দ করে।
জব্দকৃত এক দশমিক ৩৯২ কেজি ওজনের সোনার বারগুলোর বাজার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা বিমানটি রাত ৮টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রামে অবতরণ করে। ‘সেই ফ্লাইটের একজন ক্রু আমাদের বলেছিলেন যে সিট ১৫এফইডি-এ সোনা বা সন্দেহজনক কিছু থাকতে পারে।’
তিনি আরও বলেন, তথ্যের ভিত্তিতে, কাস্টমস কর্মকর্তারা বিমানটি তল্লাশি করে এবং একটি খালি যাত্রীর আসনের নীচে লুকানো সোনার বারগুলো খুঁজে পান।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১
ঢাকা বিমানবন্দরে এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার: এপিবিএন
কেরানীগঞ্জে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১২
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একটি যাত্রীবাহী বাস থেকে শনিবার পাঁচ কোটি টাকা মূল্যের প্রায় ৭ দশমিক ৪৩২ কেজি স্বর্ণ জব্দ করেছে বলে দাবি করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বাবুবাজার ব্রিজের কাছে একটি বাসে অভিযানের সময় সিআইআইডি স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে তিন ভারতীয়সহ ১২ জনকে আটক করেছে।
তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানান শফিকুল। তিনি বলেন, রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে সোয়া ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
বাংলাদেশে প্রতিদিন ২০০ কোটি টাকার স্বর্ণ চোরাচালানের মাধ্যমে আসে: বাজুস
বেনাপোলে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ
যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে শুক্রবার পাঁচ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
বিজিবি-২১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
আরও পড়ুন: শার্শায় ৮২ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১
তানভীর আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং বিজিবি দল ব্যাগ থেকে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণে বার উদ্ধার করে।
শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাতে ৪৪টি স্বর্ণের বারসহ মোট ৫ দশমিক ১৮০ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস।
আটক আতাউর রহমান হবিগঞ্জ জেলার বাসিন্দা।
ঢাকা প্রিভেন্টিভ কাস্টমস হাউসের নজরদারি কর্মকর্তা মো. তরিকুল জানান, রাত ৯টা ১০ মিনিটের দিকে শারজাহ থেকে এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।
তিনি জানান, খবর পেয়ে কাস্টমস হাউসের একটি দল বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় আতাউরকে চ্যালেঞ্জ করে। পরে তার লাগেজ ও শরীর থেকে ৪৪টি স্বর্ণের বারসহ মোট ৫ দশমিক ১৮০ কেজি স্বর্ণ উদ্ধার করে। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪০ লাখ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি তরল স্বর্ণ জব্দ, আটক ৩
কক্সবাজারে ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ, নারী আটক