বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে মাহফুজ মোল্লা নামে এক যুবকের কাছে থেকে ১৯টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। স্বর্ণগুলোর ওজন সাড়ে ৪ কেজি। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় স্বর্ণের বারগুলো জব্দ করে বিজিবি সদস্যরা।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণ জব্দ, মিয়ানমারের ২ নাগরিক আটক
মাহফুজ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার হাসমত মোল্লার ছেলে।
বিজিবি জানায়, যশোর ৪৯ বিজিবির আমড়াখালী চেকপোস্ট এলাকায় ওই যুবক আসলে বিজিবি তাকে আটক করে দেহ তল্লাশি করে ১৯টি স্বর্ণের বার জব্দ করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, স্বর্ণেরবারসহ এক যুবককে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণেরবারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্বর্ণের বার জব্দ, আটক ২