পার্বতীপুর
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে ফিলিপ বাড়ই নামে এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-দিনাজপুর রেল পথের ল্যাম্ব হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
নিহত ফিলিপ বাড়ই পার্বতীপুরে মন্মথপুর ইউনিয়নের রাজাবাসর গ্রামের মৃত নিরঞ্জন বাড়ইয়ের ছেলে। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্বতীপুর-দিনাজপুর রেল লাইনের উপর দিয়ে দিনাজপুরের দিকে হেঁটে যাচ্ছিলেন ফিলিফ। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী কাঞ্চন মেইল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে চাকার নিচে কাটা পড়ে নিহত হয়েছেন।
রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজল চন্দ্র রায় জানান, প্রতিবন্ধী হওয়ার কারণে ট্রেনের শব্দ টের না পাওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন ফিলিপ বাড়ই।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
১ বছর আগে
পার্বতীপুরে ট্যাংকলরি বিস্ফোরণে নিহত ১, আহত ২
দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানি পরিবহনের একটি ট্যাংকলরি বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার(১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষ্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, একটি ট্যাংকলরির ট্যাংকিতে ছিদ্র ধরা পড়ে।
এটিতে পানি ভর্তি করে পার্বতীপুরের বাস টার্মিনালের কাছে রতন মোটর গ্যারেজে ওয়েল্ডিং ও ঝালাইয়ের ছিদ্র বন্ধ করা হচ্ছিল। এসময় আগুনের তাপে ট্যাংকির মধ্যে সৃষ্ট গ্যাসের চাপে বিষ্ফোরণ ঘটে। এতে ট্যাংকলরির সামনে ও পিছনের অংশ উড়ে গেছে।
আররও পড়ুন: দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ কিশোর নিহত
বিষ্ফোরণে আহত ঝালাই মিস্ত্রী রতন (৩৫) পরে মারা গেছেন।
নিহত রতন জেলা শহরের শেখপুরা রেলগেট এলাকার আবুল কালামের ছেলে।
দুর্ঘটনায় তার সহকারী নাহিদ (১৬) ও দুরন্ত পরিবহনের হেলপার বাদশা (২০) আহত হয়েছেন। উভয়কে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।আরও পড়ুন: ময়মনসিংহে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১
১ বছর আগে
পার্বতীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের ঝাড়ুয়ার ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ ইমরান (৫) ওই গ্রামের জনাব আলীর ছেলে।
আরও পড়ুন: শেরপুরে অগ্নিদগ্ধ হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পাবর্তীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝাড়য়ারডাঙ্গা গ্রামে বাসিন্দা জনাব আলীর ঘরে শিশু ইমরান ঘুমাচ্ছিল। তার পরিবারের লোকজন বাড়ির বাইরে ছিল। হঠাৎ বসত ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্হায় পুড়ে মারা যায় শিশুটি।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুনঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করেছে পাবর্তীপুর থানা পুলিশ। আগুন লাগার সঠিক কারণ জানার চেষ্টা করছেন তারা।
তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: শাহরাস্তিতে ট্রাকচাপায় প্রতিবন্ধী শিশুর মৃত্যু
চাঁদপুরে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু
১ বছর আগে
দিনাজপুরে চাচার ট্রাক্টরের ফলায় প্রাণ গেলো শিশুর
দিনাজপুরের পার্বতীপুরের সুলতানপুরে জমি চাষের সময় চাচার ট্রাক্টরের ফলায় কাটা পড়ে ১০ বছরের শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাফিন বাবু। সে রফিকুল ইসলামের দুই ছেলের মধ্যে বড়। স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল রাফিন।
পাবর্তীপুরের মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ট্রাক্টর দিয়ে নিজেদের জমি চাষ করছিল চাচা আজিজুল হক। এ সময় ওই ট্রাক্টরে উঠে পড়ে শিশু রাফিন বাবু। একপর্যায়ে নিচে ছিটকে ট্রাক্টরের ফলার কাটায় পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি। এ ঘটনায় সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে। তবে পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা নিয়েছেন অভিভাবকেরা।
আরও পড়ুন: হত্যা মামলা: দিনাজপুরে তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
দিনাজপুরে ট্রাকে ধাক্কা দিয়ে ট্রেন লাইনচ্যুত
দিনাজপুরের পার্বতীপুর এলাকায় রেলগেটে আটকা পড়া ট্রাকে ধাক্কা দিয়ে দোলনচাঁপা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে দিনাজপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, বুধবার ভোর ৪টায় রেল গেটে আটকা পড়া একটি ট্রাককে ধাক্কা দিয়ে দোলনচাঁপা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে দু’ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
তিনি বলেন, ‘পার্বতীপুর থেকে আসা একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ করছে।’
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: রাজধানীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে