দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে ফিলিপ বাড়ই নামে এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-দিনাজপুর রেল পথের ল্যাম্ব হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
নিহত ফিলিপ বাড়ই পার্বতীপুরে মন্মথপুর ইউনিয়নের রাজাবাসর গ্রামের মৃত নিরঞ্জন বাড়ইয়ের ছেলে। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্বতীপুর-দিনাজপুর রেল লাইনের উপর দিয়ে দিনাজপুরের দিকে হেঁটে যাচ্ছিলেন ফিলিফ। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী কাঞ্চন মেইল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে চাকার নিচে কাটা পড়ে নিহত হয়েছেন।
রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজল চন্দ্র রায় জানান, প্রতিবন্ধী হওয়ার কারণে ট্রেনের শব্দ টের না পাওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন ফিলিপ বাড়ই।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু