খেলোয়ার
আইপিএল ২০২৩: ভবিষ্যতের চার প্রতিভা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু থেকেই তরুণ খেলোয়ারদের প্রতিভা প্রদর্শনের জায়গা হিসেবে বিবেচিত হয়ে এসেছে। আইপিএলকে বলা যেতে পারে উদীয়মান ক্রিকেটার তৈরির আঁতুড় ঘর।
অতীতের আইপিএল আয়োজনগুলোর মতো এ বছরের আইপিএলেও অনেক তরুণ খেলোয়াড়ের দেখা পাওয়া গেছে, যারা ফ্যান ও ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছেন।
বিভিন্ন বিশ্লেষকদের মতে, টিম ইন্ডিয়া’র ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড় ও অর্শদীপ সিং এই চারজনকে। এই খেলোয়াড়দের বয়স এখনো ২৭ পেরোয়নি, কিন্তু তারা সবাই নিজ নিজ দলের সফলতার পেছনে অভাবনীয় ভূমিকা রেখেছেন। এবারের অবিস্মরণীয় আইপিএল ২০২৩’র যাত্রা ও উদীয়মান তারকা যারা ক্রিকেট বিশ্বকে চমকে
দিয়েছেন, তাদের সফলতা সম্পর্কে চলুন জেনে নেয়া যাক!
যশস্বী জয়সওয়াল - নির্ভয় ‘বিস্ময় বালক’
রাজস্থানের ৪ কোটি রুপি মূল্যের খেলোয়াড় যশস্বী জয়সওয়াল মাত্র ২২ বছর বয়সেই আইপিএলে তার জন্য জায়গা করে নিয়েছেন। মুম্বাইয়ে বেড়ে ওঠা জয়সওয়ালের জীবন যেন কোনো সিনেমার গল্পের চেয়ে কম কিছু নয়!
রাস্তায় খাবার বিক্রি করা থেকে শুরু করে পেশাজীবী ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তোলা, তার প্রতিজ্ঞা আর প্রতিভার মধ্যেই যেন লুকিয়ে ছিল অপার বিস্ময়। আইপিএল ২০২৩ এর মধ্য দিয়ে অন্যতম প্রভাবশালী খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেলেন যশস্বী, যেখানে মাত্র ১৪ ম্যাচে তার রানের সংগ্রহ ৬শ’রও বেশি, এর মধ্যে সর্বোচ্চ স্কোর হিসেবে রয়েছে ৬২ বল খরচ করে ১২৪ রান! ধারাবাহিক পারফরমেন্সের কারণে তিনি তার টিমের ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হন। জয়সওয়ালের ব্যাটিং দক্ষতা ও নির্ভয় মানসিকতা তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে।
আরও পড়ুন: আল-হিলালে লিওনেল মেসি, সত্যি না-কি কেবলই গুঞ্জন?
শুবমান গিল - সহজাত বিস্ময়
বর্তমানের অন্যতম কৌশলী ও সহজাত মেধাবী তরুণ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাওয়া শুবমান গিল তার বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্কতা দেখিয়েছেন। মাত্র ২৩ বছর বয়সেই টাইটানের এই ব্যাটার ১৩ ম্যাচে ৫৭৬ রানের বিস্ময়কর রেকর্ড গড়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তার দলকে শীর্ষে নিয়ে গেছে।
গিলের পুরো মাঠজুড়ে খেলার অনন্য সক্ষমতা তাকে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশংসার দাবিদার করেছে। চমৎকার স্ট্রোক আর ঠান্ডা মেজাজের খেলা যেন তাকে ধারাবাহিক রান-সংগ্রাহক আর ভবিষ্যৎ ভারতের সম্ভাবনাময় তারকা হিসেবে প্রস্তুত করছে।
আইপিএল ২০২৩ এর বিস্তারিত জানতে আর আকর্ষণীয় সব নিউজ ও আপডেট পেতে ভিজিট করুন
parimatchnews.com।
রুতুরাজ গায়কোয়াড় – প্রতিপক্ষের ঝড়
ক্রিজে রুতুরাজ গায়কোয়াড়ের শান্ত ও সৌম্য অভিব্যক্তি ইতোমধ্যে বিশ্বজুড়ে ক্রিকেট ফ্যানদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা মান্য করে চেন্নাই সুপার কিংসের বাধ্যগত এই তরুণ বলেন, “আমাদের ক্যাপ্টেন যেকোনো পরিস্থিতিকে সবসময় হাসিমুখে বরণ করে নিতে বলেছেন।”
আর তাইতো ২৬ বছর বয়সী এই স্টাইল আইকন হাসিমুখে ঝড় তোলেন প্রতিপক্ষের বোলারদের বলে। নানান রকম স্ট্রোক খেলা ও যেকোনো বলকে নিখুঁত নিশানায় পাঠানোর দক্ষতা রাখেন গায়কোয়াড়। মাত্র ১৩ ম্যাচে ৫শ’রও বেশি রান সংগ্রহ করে টিমকে ফাইনালের কোয়ালিফায়ার করার পেছনে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। চমৎকার ব্যাটিং কৌশলের পাশাপাশি টপ-অর্ডার ধরে রাখার সক্ষমতা, ইতোমধ্যে তাকে ভারতীয়
ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনা হিসেবে গ্রহণযোগ্য করে তুলেছে।
আরও পড়ুন: জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে, আইপিএলে অনিশ্চিত সাকিব ও লিটন
অর্শদীপ সিং-বল হাতে মূর্তিমান আতঙ্ক
যদিও টি২০ ফরম্যাটের ক্রিকেটে, সাধারণত স্পটলাইট প্রায়শই ব্যাটসম্যানদের ওপর উজ্জ্বল হয়ে ওঠে।
তবে, আইপিএল ২০২৩-এ মেধাবী তরুণ হিসেবে বোলারদের মধ্য থেকে একজন উজ্জ্বল প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছেন আর্শদীপ সিং। ২৩ বছর বয়সী এই বাঁহাতি বোলার ইতোমধ্যে তার অসাধারণ নিখুঁত দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিয়েছেন। মাত্র ১৪ ম্যাচেই তিনি শিকার করেছেন ১৭ উইকেট, এর মধ্যে সবচেয়ে সেরা স্কোরটি হচ্ছে মাত্র ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট! আর্শদীপের দুই দিকে বল সুইং করা আর বলের গতি অবিশ্বাস্যভাবে পরিবর্তন করে ফেলার অসাধারণ দক্ষতা যেকোন অভিজ্ঞ ব্যাটসম্যানকেও ঝামেলায় ফেলে দেয়।
বিশেষ করে, ডেথ ওভারগুলোতে গতি ধরে রেখে মানসম্মত বল করায় নৈপুণ্য প্রদর্শন করেছেন তিনি।
অর্শদীপের এই সক্ষমতা তার টিমের জন্য বিশেষ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও তার পরিচিতি এনে দিয়েছে।
বিশ্বজুড়ে ক্রিকেট খেলোয়াড়দের তাদের অনন্য কৌশল রয়েছে এবং তাদের এই কৌশলই তাদেরকে একটি ম্যাচ জিততে সক্ষম করে। আইপিএলের অন্যান্য উঠতি তারকাদের সম্পর্কে আরও জানতে ভিজিট করুন
parimatchnews.com ।
আইপিএল সবসময়ই তরুণ প্রতিভাদের উত্থান ও উজ্জ্বল হওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত; আর
২০২৩ এর মৌসুম এক্ষেত্রে নিঃসন্দেহে সফল। এই প্ল্যাটফর্মে যশস্বী, শুবমান, গায়কোয়াড় বা অর্শদীপের মতো এমন অনেক খেলোয়াড় তাদের নৈপুণ্য প্রদর্শন করেছেন। ফলে এটি নিশ্চিত করেই বলা যায়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সক্ষম হাতেই থাকছে। গ্ল্যামারাস এই টুর্নামেন্টটি গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে যাচ্ছে, আর বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞরা এই খেলোয়াড়দের ধারাবাহিক সমৃদ্ধি আর অবদান দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন।
১ বছর আগে
আন্তর্জাতিক রেটিং দাবাতে শীর্ষস্থানে ৪ খেলোয়ার
চতুর্থ রাউন্ডের ম্যাচের পর চারটি করে পয়েন্ট নিয়ে ওয়ালটন ইন্টারন্যাশনাল রেটিং দাবা টুর্নামেন্টে যৌথভাবে চারজন খেলোয়াড় শীর্ষস্থান দখলে নিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলোয়াড়রা হলেন জিএম জিয়াউর রহমান, সিএম মানন রেজা নীর, এফএম মেহেদী হাসান পরাগ ও এফএম সুব্রত বিশ্বাস।
আইএম মোহাম্মদ মিনহাজ উদ্দিন, এফএম তাহসিন তাজওয়ার জিয়া, এফএম খন্দকার আমিনুল ইসলাম, সিএম নাঈম হক, শ. রাশেদুল হাসান, মো. নাসির উদ্দিন এবং মো. শরীয়তুল্লাহ সাড়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
আরও পড়ুন: শেখ রাসেল যুব র্যাপিড দাবা শুক্রবার থেকে শুরু
আজকের খেলায় জিএম জিয়াউর রহমান এফএম মোহাম্মদ জাভেদকে, সিএম মানন রেজা নীরকে মো. মাসুম হোসেনকে, এফএম খন্দকার আমিনুল ইসলামকে আইএম মোহাম্মদ মিনহাজ উদ্দিন, এফএম মেহেদী হাসান পরাগ রুবেল হোসেনকে, এফএম সুব্রত বিশ্বাস মো. আবু হানিফকে, এফএম তাহেল হোসেনকে পরাজিত করেন। তাজওয়ার জিয়া মোহাম্মদ ও এনায়েত হোসেন, মো. নাসির উদ্দিন ও সিএম চঞ্চল কুমার ঘোষ, সিএম মাহতাবউদ্দিন আহমেদ ও ডব্লিউসিএম আহমেদ ওয়ালিজার সঙ্গে ড্র করেন এবং মো. মাহবুবুর রহমানকে পরাজিত করেন মো. শরীয়তুল্লাহ।
শুক্রবার একই ভেন্যুতে দুপুর ২টা থেকে পঞ্চম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: কক্সবাজারে ‘প্রথম আন্তর্জাতিক বীচ র্যাপিড দাবা প্রতিযোগিতা-২৩’ শুরু শুক্রবার
১ বছর আগে
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী প্রধান অগ্রগতি
৬ ফেব্রুয়ারির ভূমিকম্প তুরস্ক এবং সিরিয়ার বিভিন্ন এলাকাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংসাবশেষ থেকে জীবিত লোকদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমাগত সঙ্কুচিত হয়ে আসছিল। এমতাবস্থায়ও অনুসন্ধান এবং উদ্ধারকারী দলগুলো বেঁচে থাকা আরও অনেক মানুষকে উদ্ধার করেছে৷
ভূমিকম্পের পর থেকে শনিবার পর্যন্ত মৌলিক অগ্রগতির দিকে নজর দেয়া হয়েছে এখানে।
হাতায় তিনজনকে উদ্ধার করা হয়েছে
উদ্ধার অভিযানের ১৩তম দিনে হাতায় প্রদেশের রাজধানী আন্তাকিয়ার একটি বহুতল ভবনের নিচ থেকে একটি শিশুসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় একটি টেলিভিশন জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে কানাটলি বহুতল ভবনের ধ্বংসস্তুপের নীচে ২৯৬ ঘন্টা চাপা থাকার পর নারী, পুরুষ এবং শিশুকে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেয়া হয়েছে। ফুটেজে দেখা গেছে স্ট্রেচারে শুয়ে থাকা অবস্থায় তার হাতে একটি আইভি পুশ করেছেন চিকিৎসকরা।
তুরস্কের দুর্যোগ কবলিত অঞ্চলের ১১টি প্রদেশের মধ্যে হাতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তুরস্কের নিহতের সংখ্যা ছিল ৩৯ হাজার ৬৭২ জন যা উভয় দেশে রেকর্ডকৃত মৃত্যুর সংখ্যা ৪৩ হাজার ৩৬০ পৌঁছেছে।
আরও পড়ুন: ভূমিকম্প: নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়াল, তুরস্কে ঠিকাদার আটক
নিখোঁজ ঘানার তারকা খেলোয়াড়ের লাশ পাওয়া গেছে
অনুসন্ধান দলগুলো তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের সময় ধসে পড়া একটি ভবনের ধ্বংসাবশেষে ঘানার আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ান আতসুর লাশ উদ্ধার করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন তার ম্যানেজার মুরাত উজুনমেহমেত।
তুর্কি সুপার লিগ ক্লাব হাতায়স্পোরের হয়ে খেলা ফুটবল তারকার দেহাবশেষ পাওয়া গেছে বিলাসবহুল একটি ১২তলা ভবনের ধ্বংসস্তুপ থেকে। তিনি হাতাই প্রদেশের আন্তাকিয়া শহরে সেসময় অবস্থান করছিলেন।
ম্যানেজার মুরাত বেসরকারি সংবাদ সংস্থা ডিএইচএকে বলেছেন, ‘আতসুর প্রাণহীন দেহটি ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে। এই মুহুর্তে, তার জিনিসপত্র সরানো হচ্ছে।’
৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা শুক্রবার পর্যন্ত ৪৩ হাজার ছাড়িয়েছে। অনুসন্ধান দলগুলো আরও লাশ খুঁজে পাওয়ায় এই সংখ্যা নিশ্চিতভাবেই বাড়বে।
৩১ বছর বয়সী আতসু আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, নিউক্যাসল ইউনাইটেড, এভারটন এবং বোর্নেমাউথের হয়ে খেলেছিলেন। গত বছরের শেষের দিকে সৌদি দল থেকে হাতাসপোরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি।
আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পের ৮ দিন পর আরও জীবিত মানুষ উদ্ধার
হাতাসপোর ক্লাবটি টুইট করে বলেছে, আতসুর লাশ ঘানায় পাঠানো হচ্ছে।‘দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই আমাদের।’
ভূমিকম্প আঘাত হানার একদিন পরের প্রতিবেদনে বলা হয়েছিল যে আতসুকে একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত টেনে এনে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ক্লাব অবশ্য কয়েকদিন পরে ঘোষণা করেছিল যে আতসু এবং ক্লাবের ক্রীড়া পরিচালক তানের সাভুত এখনও নিখোঁজ। সাভুতকে অবশ্য এখনও খুঁজে পাওয়া যায়নি।
ভূমিকম্পের সময় আতসু এবং সাভুত যেই বিলাসবহুল ১২ তলা রোনেসান রেজিডান্স ভবনে ছিলেন। সেই ভবনের ঠিকাদারকে এক সপ্তাহ আগে ইস্তাম্বুল বিমানবন্দরে আটক করা হয়েছে। তিনি মূলত দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ১ বিলিয়ন ডলার সহায়তার আহ্বান জাতিসংঘের
১ বছর আগে
ফ্ল্যাটে ঝুলছিল নারী ব্যাডমিন্টন খেলোয়াড়ের লাশ, স্বামী আটক
সিলেট নগরীর একটি ফ্ল্যাটের এক কক্ষে ঝুলছিল সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ফারাজানা হক মিলির (২৫) লাশ। এ ঘটনায় নিহতের স্বামী নূর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার (৭ জানুয়ারি) বেলা ২টায় সিলেট নগরের তেলিহাওরের সিলভ্যালী টাওয়ারের তৃতীয় তলার এ-২ ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশের ধারণা ভোরের দিকে মিলির মৃত্যু হয়েছে।
নিহত ফারজানা হক মিলি ওই বাসার বাসিন্দা নূর আলমের স্ত্রী ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের মেয়ে। মিলি জেলা পর্যায়ের সাবেক নারী ব্যাডমিন্টন খেলোয়াড়।
মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশে আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার ভোররাতের দিকে মিলির মৃত্যু হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে।
মিলি আত্মহত্যা করেছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, সিলিংফ্যানের সঙ্গে ঝুলানো লাশের হাঁটু বিছানায় লাগানো ছিল। তাতে যথেষ্ঠ সন্দেহের উদ্রেক রয়েছে।
তিনি আরও বলেন, এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী কমিশনার শামসুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় কোতোয়ালি পুলিশের উপপরিদর্শক (এসআই) শাওন মাহমুদ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালি পুলিশের সহকারী কমিশনার শামসুদ্দিন বলেন, মিলি অন্তঃসত্ত্বা ছিলেন কিনা, তাও জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: সিলেটে বিদ্যালয় ভবন থেকে লাফিয়ে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা
পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে মিলির সঙ্গে ঝগড়া করেন স্বামী। ঝগড়ার পর গত বৃহস্পতিবার রাতে বাসার একটি কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন মিলি। এ দুইদিন তিনি না খেয়ে থাকলেও স্বামীসহ বাসার লোকজন তার কোনো খোঁজ খবর নেয়নি।
নিহতের ভাই সাংবাদিক এনামুল হক রেনু ও আমিনুল হক সিপনের অভিযোগ, মিলিকে নির্যাতন করে খুন করা হয়েছে।
তারা বলেন, মিলির স্বামী নূর আলম তার স্ত্রীর ক্রেডিট কার্ড দিয়ে ছয় লাখ টাকা তুলে অনলাইনে জুয়া খেলেছেন। সেই সঙ্গে মিলির ব্যবহৃত স্বর্ণ দেড় লাখ টাকায় বিক্রি করে জুয়া খেলেছেন। এসব বিষয় নিয়ে তাদের বোনের সঙ্গে কথা কাটাকাটির জের থেকে মারধর করা হয়। এরই জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে দাবি করেন তারা।
অভিযোগের বিষয়ে নিহতের স্বামী নূর আলম বলেন, আমাদের প্রায়ই ঝগড়া হতো। সে খুব রাগী ছিল। কখনো রাগ করে ঘুমের ট্যাবলেট খেয়ে ২/৩ দিন ঘুমিয়ে থাকতো। বৃহস্পতিবার রাতেও ঠিক একইভাবে রাগ করে দরজা বন্ধ করে থাকে মিলি।
জুয়া নয় পেশা হিসেবে অনলাইনে ডলার কেনা-বেচা করতেন জানিয়ে তিনি বলেন, স্ত্রীর কাছ থেকে কোনো টাকা নেইনি। বাড়ির জমি বিক্রি করে বিনিয়োগ করেছি। মিলির ক্রেডিট কার্ড থেকে টাকা উঠাইনি।
প্রায় দুই বছর আগে জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মরহুম সিরাজুল হকের মেয়ে ফারজানা মিলির সঙ্গে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলিয়ার কাপন গ্রামের আসকর আলীর ছেলে নূর আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সিলেট নগরের তেলিহারস্থ সিলভ্যালী টাওয়ারের ডা. মোছা. মরিয়ম সিদ্দিকীর মালিকানা ফ্লাটে ভাড়া থাকতেন এ দম্পতি।
আরও পড়ুন: প্রেমের টানে জার্মান তরুণী সিলেটের বিশ্বনাথে, বর্ণিল আয়োজনে বিয়ে
১ বছর আগে
সিনিয়র ছাড়া খেলোয়ার নেই ভুল প্রমাণ হয়েছে: সাকিব
কয়েকজন সিনিয়র ছাড়া আর কোন খেলোয়াড় নেই এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
শুক্রবার (০৭ জানুয়ারি) ঢাকায় একটি বাণিজ্যিক চুক্তি সাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই অলরাউন্ডার।
সাকিব বলেন, ‘মিডিয়া সব সময় মনে করে চার-পাঁচজন ছাড়া আর কোনো খেলোয়াড় নেই, আমার মনে হয় এটা এখন ভুল প্রমাণিত হয়েছে। তরুণ খেলোয়োড়েরা ভবিষ্যতে সুযোগ পেলে আরও ভালো খেলবে।’
সম্প্রতি ইতিহাস গড়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই মুমিনুল হকদের প্রথম জয়। এছাড়া এটি ছিল ২০১৩ সালের পর নিউজিল্যান্ডে কোনো এশিয়ান দলের প্রথম টেস্ট জয়।
‘আমরা যেভাবে নতুন বছরটা শুরু করেছি তা অবিশ্বাস্য। আমাদের প্রত্যেক খেলোয়াড়, কোচিং স্টাফ সবাইকে কৃতিত্ব দিতে হবে। আমরা গত বছর ভালো করতে পারিনি এবং এই বছরে আমাদের জন্য বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে,’ বলেন সাকিব।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে।
আরও পড়ুন: বোলিং অনুশীলনে মাশরাফি
লক্ষ্য ছিল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো: এবাদত
২ বছর আগে