কয়েকজন সিনিয়র ছাড়া আর কোন খেলোয়াড় নেই এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
শুক্রবার (০৭ জানুয়ারি) ঢাকায় একটি বাণিজ্যিক চুক্তি সাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই অলরাউন্ডার।
সাকিব বলেন, ‘মিডিয়া সব সময় মনে করে চার-পাঁচজন ছাড়া আর কোনো খেলোয়াড় নেই, আমার মনে হয় এটা এখন ভুল প্রমাণিত হয়েছে। তরুণ খেলোয়োড়েরা ভবিষ্যতে সুযোগ পেলে আরও ভালো খেলবে।’
সম্প্রতি ইতিহাস গড়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই মুমিনুল হকদের প্রথম জয়। এছাড়া এটি ছিল ২০১৩ সালের পর নিউজিল্যান্ডে কোনো এশিয়ান দলের প্রথম টেস্ট জয়।
‘আমরা যেভাবে নতুন বছরটা শুরু করেছি তা অবিশ্বাস্য। আমাদের প্রত্যেক খেলোয়াড়, কোচিং স্টাফ সবাইকে কৃতিত্ব দিতে হবে। আমরা গত বছর ভালো করতে পারিনি এবং এই বছরে আমাদের জন্য বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে,’ বলেন সাকিব।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে।
আরও পড়ুন: বোলিং অনুশীলনে মাশরাফি