চতুর্থ রাউন্ডের ম্যাচের পর চারটি করে পয়েন্ট নিয়ে ওয়ালটন ইন্টারন্যাশনাল রেটিং দাবা টুর্নামেন্টে যৌথভাবে চারজন খেলোয়াড় শীর্ষস্থান দখলে নিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলোয়াড়রা হলেন জিএম জিয়াউর রহমান, সিএম মানন রেজা নীর, এফএম মেহেদী হাসান পরাগ ও এফএম সুব্রত বিশ্বাস।
আইএম মোহাম্মদ মিনহাজ উদ্দিন, এফএম তাহসিন তাজওয়ার জিয়া, এফএম খন্দকার আমিনুল ইসলাম, সিএম নাঈম হক, শ. রাশেদুল হাসান, মো. নাসির উদ্দিন এবং মো. শরীয়তুল্লাহ সাড়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
আরও পড়ুন: শেখ রাসেল যুব র্যাপিড দাবা শুক্রবার থেকে শুরু
আজকের খেলায় জিএম জিয়াউর রহমান এফএম মোহাম্মদ জাভেদকে, সিএম মানন রেজা নীরকে মো. মাসুম হোসেনকে, এফএম খন্দকার আমিনুল ইসলামকে আইএম মোহাম্মদ মিনহাজ উদ্দিন, এফএম মেহেদী হাসান পরাগ রুবেল হোসেনকে, এফএম সুব্রত বিশ্বাস মো. আবু হানিফকে, এফএম তাহেল হোসেনকে পরাজিত করেন। তাজওয়ার জিয়া মোহাম্মদ ও এনায়েত হোসেন, মো. নাসির উদ্দিন ও সিএম চঞ্চল কুমার ঘোষ, সিএম মাহতাবউদ্দিন আহমেদ ও ডব্লিউসিএম আহমেদ ওয়ালিজার সঙ্গে ড্র করেন এবং মো. মাহবুবুর রহমানকে পরাজিত করেন মো. শরীয়তুল্লাহ।
শুক্রবার একই ভেন্যুতে দুপুর ২টা থেকে পঞ্চম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: কক্সবাজারে ‘প্রথম আন্তর্জাতিক বীচ র্যাপিড দাবা প্রতিযোগিতা-২৩’ শুরু শুক্রবার