মাদকবিরোধী
ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৭৪ জন গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া নিয়মিত মাদকবিরোধী অভিযানে ডিএমপি অভিযান চালিয়ে ১২ হাজার ৭৬৯ পিস ইয়াবা বড়ি, ৩৮ দশমিক ২৫০ কেজি গাঁজা, ১৫০ গ্রাম হেরোইন, ৮৪৩ বোতল ফেনসিডিল এবং ১২টি মাদকের ইনজেকশন উদ্ধার করেছে।
শুক্রবার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭
৯৮৭ দিন আগে
রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১
মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার সকাল ৬টা পর্যন্ত গ্রেপ্তারের এই সংখ্যা দাঁড়ায়।
আরও পড়ুন: সন্তানের নাম ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়েই আসামি গ্রেফতার
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের টিম ও গোয়েন্দা শাখার সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে এক হাজার ১৮৪টি ইয়াবা বড়ি, আট দশমিক ৯৩০ কেজি গাঁজা, ৮৭ গ্রাম হেরোইন ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৩৪টি মামলা হয়েছে।
আরও পড়ুন: গাড়িতে সাংবাদিক স্টিকার লাগিয়ে ঘুরতেন পলাতক আসামি, অবশেষে গ্রেফতার
৯৮৯ দিন আগে
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার সকাল ৬টা থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএমপির আওতাধীন বিভিন্ন থানা পৃথকভাবে এই অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭০
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৭৯৮টি ইয়াবা ট্যাবলেট, ৫২টি ছোট প্যাকেটে ২৯ গ্রাম হেরোইন, ৭ দশমিক ৫ কেজি গাঁজা, ৪৬ বোতল ফেনসিডিল ও মদ জব্দ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মোট ৩৫টি মামলা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪
১০৮০ দিন আগে
তুমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযানে ডিজিএফআই সদস্য নিহত: আইএসপিআর
বান্দরবানের তুমব্রু সীমান্তে মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সোমবার রাতে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) এক সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়, বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের মিয়ানমারের সঙ্গে তুমব্রু সীমান্তে মাদক চোরাকারবারিদের সঙ্গে র্যাব ও ডিজিএফআই-এর যৌথ দলের মধ্যে গুলি বিনিময় হয়, এতে বাংলাদেশ বিমান বাহিনীর (ডিজিএফআই) একজন কর্মকর্তা নিহত এবং একজন র্যাব সদস্য গুরুতর আহত হন।
আইএসপিআর অবশ্য ডিজিএফআই ও র্যাবের কর্মকর্তার নাম এখনো প্রকাশ করেনি।
এদিকে, কক্সবাজার সদর হাসপাতালে নিযুক্ত উপপরিদর্শক রিপন চৌধুরী ইউএনবি প্রতিনিধিকে জানান, অভিযানের সময় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এক র্যাব সদস্যকে রাত ১০টার দিকে হাসপাতালে আনা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই জয়দেব বলেন, ‘সীমান্তের কাছে কোনাপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারিনি।’
বান্দরবানের সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. সালাহ উদ্দিন জানান, ‘এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে স্থানীয় কয়েকজন দাবি করেছেন যে অভিযান চালানোর সময় মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আল ইয়াকিন সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের জিরো পয়েন্টে র্যাব-১৫ সদস্যদের একটি দলকে লক্ষ্য করে গুলি চালায়।
১১১৭ দিন আগে
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯
রাজধানীতে নিষিদ্ধ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে শনিবার ৪৯ জনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার ডিএমপি সদর দপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় গোয়েন্দা পুলিশ ও স্থানীয় পুলিশ শহরজুড়ে অভিযান চালিয়ে ৪৯ আসামিকে গ্রেপ্তার করেছে।
সূত্রটি ইউএনবিকে জানায়, আসামিদের কাছ থেকে প্রায় ১২ হাজার ১৫১ পিস ইয়াবা, প্রায় ১২ কেজি গাঁজা, ৭৩টি ছোট প্যাকেট হেরোইন এবং ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বান্দরবানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ২
টেকনাফে মাদক ও মানব পাচারকারী চক্রের ৭ সদস্য আটক
১৩০১ দিন আগে
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিন হাজার ৬৮২ পিস ইয়াবা, ২৫৯ গ্রাম হেরোইন, ১১ কেজি ২০০ গ্রাম গাঁজা, আট লিটার দেশীয় মদ এবং ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫৩টি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: মাদক মামলায় খুলনায় ২ যুবকের যাবজ্জীবন
বেনাপোলে ফেনসিডিল জব্দ, ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিজিবির অভিযানে ২০২১ সালে ১ হাজার ৭৩ কোটি টাকার মাদক জব্দ
১৪২৫ দিন আগে