ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার সকাল ৬টা থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএমপির আওতাধীন বিভিন্ন থানা পৃথকভাবে এই অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭০
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৭৯৮টি ইয়াবা ট্যাবলেট, ৫২টি ছোট প্যাকেটে ২৯ গ্রাম হেরোইন, ৭ দশমিক ৫ কেজি গাঁজা, ৪৬ বোতল ফেনসিডিল ও মদ জব্দ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মোট ৩৫টি মামলা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯