রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিন হাজার ৬৮২ পিস ইয়াবা, ২৫৯ গ্রাম হেরোইন, ১১ কেজি ২০০ গ্রাম গাঁজা, আট লিটার দেশীয় মদ এবং ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫৩টি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: মাদক মামলায় খুলনায় ২ যুবকের যাবজ্জীবন