সন্দেহভাজন
গুলশানে ডাকাতির চেষ্টার অভিযোগে সন্দেহভাজন ১০ জন আটক
রাজধানীর গুলশান-২ এলাকায় একটি বহুতল ভবনে ডাকাতি চেষ্টার ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর)- মধ্যরাতে গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ফাইন্যান্স স্কয়ার ভবনে এ ঘটনা ঘটে।
আজ সকালে গুলশান থানার এসআই রফিক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। তবে এটি ডাকাতির ঘটনা কিনা তা যাচাই-বাছাই চলছে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে ডাকাতি করে ৯২ লাখ টাকার মালামাল লুট
ভবনটির নিরাপত্তা কর্মীরা গণমাধ্যমকে জানিয়েছেন, রাত ১টার দিকে হঠাৎ করে অর্ধশতাধিক ব্যক্তি দুটি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনটিতে প্রবেশ করে। এরপর তারা সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের হাত মুখ বেধে ফেলে। এরপর ডাকাতির চেষ্টা চালালে খবর পেয়ে সেখানে ছুটে আসে যৌথ বাহিনীর সদস্যরা। এরপর ভবনটি ঘিরে রাখা হয়। ভবনটিতে এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংকসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে।
এদিকে গুলশান থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটককৃত ডাকাত সদস্যরা পুলিশের হেফাজতে রয়েছেন। তবে তাদের নাম পরিচয় এবং কি কারণে তারা সেখানে এসেছিল তা যাচাই-বাছাই করছে পুলিশ।
আরও পড়ুন: ‘ডাকাতির প্রস্তুতিকালে’ ৫ যুবক গ্রেপ্তার
৪ মাস আগে
কঙ্কালের সূত্র ধরে সন্দেহভাজন খুনি গ্রেপ্তার
মাগুরা জেলার গাংনালিয়া ব্রিজের নিচে থেকে উদ্ধার করা অজ্ঞাত কঙ্কালের সূত্র ধরে আসামিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, গত ১৫ নভেম্বর সকালে সদর উপজেলার গাংনালিয়া ও বরিশাট গ্রাম সংলগ্ন কুমার নদীর উপর নির্মিত ব্রিজের নিচ থেকে একটি বস্তাবন্দি মানুষের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করে। পরে ১৬ নভেম্বর এ সংক্রান্ত একটি এফআইআর করা হয়।
এরপর জেলা পুলিশের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও মাগুরা সদর থানার কর্মকর্তারা জেলার বিভিন্ন থানাসহ আশপাশের থানার মানুষ নিখোঁজ সংক্রান্ত জিডি পর্যালোচনা করে এবং নিখোঁজ ব্যাক্তিদের পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।
আরও পড়ুন: লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার, আটক ২
এতে প্রাথমিকভাবে জানা যায় যে, উদ্ধার হওয়া কঙ্কাল গত ১৭ অক্টোবর নিখোঁজ হওয়া মোছা. মারিয়া খাতুনের। তিনি মাগুরা সদর থানার ৯ নম্বর ওয়ার্ডের মো. আসাদুজ্জামানের মেয়ে।
নিখোঁজ সংক্রান্ত তথ্য পর্যালোচনা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে বর্ণিত ঘটনার সঙ্গে সন্দেহভাজন জড়িতদের জিজ্ঞাসাবদ করতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ঘটনার প্রায় সাত দিনি আগে ভুক্তভোগী মারিয়ার(১৭) সঙ্গে আটক শশী আহম্মেদ নিশানের (১৯) এর ফেসবুকে প্রেমের সম্পর্ক হয়।
সম্পর্কের সূত্র ধরে ১৭ অক্টোবর মারিয়াকে ফুসলিয়ে আমির খসরু নামের একজনের ভাড়া বাসায় নিয়ে হত্যা করে শশী। পরে হত্যাকাণ্ডের ঘটনা ও আলামত ধ্বংস করতে সেতুর নিচে লাশ বস্তাবন্দি করে ফেলে আসে।
গ্রেপ্তার শশী আহম্মেদ নিশান (১৯) ও নবুয়াত আলী মোল্যাকে(৪৬) জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেড় কেজি স্বর্ণ জব্দ, যুবক আটক
১ বছর আগে
সার্বিয়ায় ২ দিনের মধ্যে দ্বিতীয় বন্দুক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার
তিন সার্বিয়ান গ্রামে একজন বন্দুকধারী আট জনকে হত্যা করেছে এবং ১৪ জন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এবং গণমাধ্যম জানিয়েছে, এক দিন আগে একটি বন্দুক হামলা চালানোর কারণে একটি জাতি এখনও শোকের মধ্যে কাঁপছে। এরমধ্যেই শুক্রবার রাতভর তল্লাশি চালিয়ে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে ১৩ বছর বয়সী একটি ছেলে তার বাবার বন্দুক ব্যবহার করে আট সহপাঠীকে এবং একজন প্রহরীকে হত্যা করার একদিন পর বৃহস্পতিবার দ্বিতীয় গুলির ঘটনা ঘটে।
এই রক্তক্ষয়ী হামলায় ক্ষতবিক্ষত একটি বলকান জাতির মধ্যে শোক বয়ে যাচ্ছে। কিন্তু গণহত্যার ঘটনাটি আগে ঘটেনি। যদিও সার্বিয়া ১৯৯০-এর দশকের যুদ্ধ থেকে পরিত্যাক্ত অস্ত্রে ভরা। দেশের আধুনিক ইতিহাসে বুধবারের স্কুলে গুলির ঘটনাটি ছিল প্রথম।
এই সপ্তাহের সর্বশেষ গণগুলির আগে ২০১৩ সালে একজন যুদ্ধের অভিজ্ঞ সৈনিক একটি মধ্য সার্বিয়ান গ্রামে ১৩ জনকে হত্যা করেছিল।
রাষ্ট্রীয় সম্প্রচারকারী আরটিএস জানায়, বৃহস্পতিবারের শেষের দিকে রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণে ম্লাদেনোভাকের কাছে তিনটি গ্রামে একজন আক্রমণকারী মানুষের উপর গুলি চালায়।
ম্লাদেনোভাকের কাছে দুবোনার বাসিন্দা মিলান প্রোকিক স্মরণ করে। প্রোকিক বলছিলেন, ‘আমি কিছু টাক-টাক-টাক শব্দ শুনেছি।’ প্রথমে তিনি ভেবেছিলেন যে লোকেরা জন্মদিন উদযাপনের জন্য গুলি করছে যা সার্বিয়ার ঐতিহ্য।
প্রোকিক আরও বলেন, ‘কিন্তু এটা তা ছিল না। এটি লজ্জা, বড় লজ্জার।’
পুলিশ বলেছে যে একজন সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিকভাবে ইউব ‘র সাহায্যে শনাক্ত করা হয়েছে এবং বেলগ্রেডের প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণে কেন্দ্রীয় সার্বীয় শহর ক্রাগুজেভাকের কাছে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের গাড়িতে থাকা সন্দেহভাজন ওই ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ছবিতে একটি শিলালিপি এবং ইউরোপের অংশের মানচিত্রসহ একটি নীল টি-শার্ট পরা এক যুবককে দেখানো হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গ্যাসিক গুলিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন।
দ্বিতীয় গুলিবর্ষণের আগে সার্বিয়া বৃহস্পতিবারের বেশিরভাগ সময় শোক কাটিয়েছে। ছাত্ররা, অনেকেই কালো পোশাক পরে ও ফুল দিয়ে মধ্য বেলগ্রেডের স্কুলের চারপাশের রাস্তাগুলোতে নিহত সহপাঠীদের প্রতি নীরব শ্রদ্ধা জানায়।এদিকে সার্বিয়ান শিক্ষক ইউনিয়নগুলো স্কুল ব্যবস্থার সংকট সম্পর্কে সতর্ক করতে এবং পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও ধর্মঘটের ঘোষণা দিয়েছে।
একই দিনে কর্তৃপক্ষ বন্দুক নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য সরে যায়, কারণ পুলিশ নাগরিকদের তাদের বন্দুক লক আপ করতে এবং শিশুদের থেকে দূরে রাখতে অনুরোধ করেছিল। সরকার শর্ট-ব্যারেল বন্দুকের উপর দুই বছরের স্থগিতাদেশ এবং অপ্রাপ্তবয়স্কদের বন্দুক রাখতে সক্ষম এমন লোকদের জন্য কঠোর শাস্তির আদেশ দিয়েছে।
বর্তমান আইনের অধীনে সার্বিয়ার একজন নিবন্ধিত বন্দুকের মালিক ১৮ বছরের বেশি হতে হবে, সুস্থ হতে হবে এবং তার কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না।
অস্ত্রগুলোকে লক করে রাখতে হবে এবং গোলাবারুদ থেকে আলাদা করে রাখতে হবে।
বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন, ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলে বুধবারের গুলির ঘটনায় ছয় শিশু ও একজন শিক্ষকসহ সাতজন হাসপাতালে ভর্তি হয়। মাথায় গুলিবিদ্ধ একটি মেয়ের অবস্থা আশঙ্কাজনক এবং একটি ছেলে মেরুদণ্ডের আঘাতে গুরুতর অবস্থায় রয়েছে।
কর্তৃপক্ষ শ্যুটারকে কোস্টা কেকমানোভিচ হিসাবে চিহ্নিত করেছে এবং বলেছে যে সে খুব কম বয়সী এবং অভিযুক্ত করা যাবে না। তাকে একটি মানসিক হাসপাতালে রাখা হয়েছে, এবং তার বাবাকে জননিরাপত্তা বিপন্ন করার সন্দেহে আটক করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় সার্বিয়া
বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন সার্বিয়াতে অস্ত্রের সংখ্যার কারণে একটি অত্যন্ত বিভক্ত দেশ যেখানে দোষী সাব্যস্ত যুদ্ধাপরাধীদের প্রায়শই মহিমান্বিত করা হয় এবং সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা প্রায়শই শাস্তিহীন হয়ে যায়।
তারা আরও লক্ষ্য করে যে ১৯৯০-এর দশকের দ্বন্দ্ব থেকে উদ্ভূত অস্থিরতা, সেইসঙ্গে চলমান অর্থনৈতিক কষ্ট এই ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে।
সার্বিয়া এবং বলকান অঞ্চলে বন্দুকের মালিকানা সাধারণ: দেশটিতে বিশ্বের মধ্যে মাথাপিছু আগ্নেয়াস্ত্রের সংখ্যা সবচেয়ে বেশি। এবং এই অঞ্চলে উদযাপনে প্রায়শই আকাশে ফাঁকা গুলি চালানো হয়।
বেলগ্রেড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক ড্রাগান পোপাডিক দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন যে স্কুলের গুলিবর্ষণ সমাজে বর্তমান সহিংসতার মাত্রা প্রকাশ করেছে এবং একটি গভীর ধাক্কা দিয়েছে।
তিনি সতর্ক করেছিলেন যে ‘মানুষ হঠাৎ করে বাস্তবতা এবং সহিংসতার সাগরে কেঁপে উঠেছে যে আমরা বাস করছি, এটি সময়ের সঙ্গে কীভাবে বেড়েছে এবং আমাদের সমাজ কয়েক দশক ধরে কতটা অবহেলিত হয়েছে।’ ‘এটি যেন আমাদের জীবনের উপর ফ্ল্যাশলাইটগুলো আলোকিত করা হয়েছে এবং আমরা আর কেবল আমাদের নিজস্ব ব্যবসায় চিন্তা করতে পারি না।’
আরও পড়ুন: সার্বিয়ার সাথে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ
১ বছর আগে
রোহিঙ্গা ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এআরএসএ কমান্ডার নিহত: এপিবিএন
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং গ্রুপের সদস্যদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধের সময় সন্দেহভাজন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) কমান্ডার নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ক্যাম্প-১৯-এর ৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।
এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ নিশ্চিত করে জানান, নিহত আব্দুল মজিদ ওরফে লালাইয়া ছিলেন একজন অভিযুক্ত এআরএসএ কমান্ডার।
আরও পড়ুন: মানিকগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত
সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, মঙ্গলবার সকালে ক্যাম্প-১৯ এর ৮ নম্বর ব্লকের আমিন মাঝির বাড়ির পাশে আরএসএ সন্ত্রাসীদের কয়েকটি বাড়ি ঘেরাও করে এপিবিএন। এ সময় এআরএসএ সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় এপিবিএন সদস্যরা পাল্টা গুলি চালায়।
তিনি জানান, ‘বন্দুকযুদ্ধের’ পর কয়েকটি ঘরে তল্লাশি করে আরসা কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। তার লাশের পাশ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় তিন সন্ত্রাসীকে আটক করা হয়। তারা হলো-মোহাম্মদ তাহের, জামাল হোসেন ও লিয়াকত আলী।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চারটি হত্যা মামলার আসামি ছিলেন। গোলাগুলির ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: নেত্রকোণায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ‘পাচারকারী’ নিহত
নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৬৫ বছরের বৃদ্ধ নিহত
১ বছর আগে
শাহজাহানপুরে জোড়া খুন: দ্বিতীয় সন্দেহভাজন ১ দিনের রিমান্ডে
শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা ও কলেজছাত্রী হত্যা মামলার দ্বিতীয় আসামি আরফানউল্লাহ দামালের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দারা আরফানউল্লাহকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন গোয়েন্দা শাখার (মতিঝিল বিভাগ) উপ-কমিশনার রিফাত মোহাম্মদ শামীম।
উপ-কমিশনার ইউএনবিকে বলেন, ‘তার কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়েছে।’
আরফানুল্লাহর বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
গত ২৪ মার্চ রাতে ইসলামী ব্যাংকের সামনে গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি।
নিহত জাহিদুল ইসলাম টিপু আওয়ামী লীগের মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং সামিয়া আফরিন প্রীতি বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রী ছিলেন। এসময় গুলিতে টিপুর গাড়ির চালকও আহত হয়েছেন।
আরও পড়ুন: শাহজাহানপুরে জোড়া খুন: দ্বিতীয় সন্দেহভাজন গ্রেপ্তার
পুলিশ জানায়, ‘জাহিদুল গাড়িতে করে এবং প্রীতি রিকশায় করে বাসায় ফেরার সময় রাত সোয়া ১০ টার দিকে ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তারা সবাই যানজটে আটকা পড়েছিলেন। এ সময় মুখে মাস্ক ও হেলমেট পরা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
পরদিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে জোড়া খুনের ঘটনায় মামলা হয়।
গত ২৭ মার্চ বগুড়া থেকে জোড়া খুনের মামলার প্রধান আসামি আকাশকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার একটি আদালত জিজ্ঞাসাবাদের জন্য আকাশের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
আরও পড়ুন: শাহজাহানপুরে জোড়া খুন: প্রধান আসামি ৭ দিনের রিমান্ডে
শাহজাহানপুরে জোড়া খুন: প্রধান আসামি গ্রেপ্তার
২ বছর আগে
শাহজাহানপুরে জোড়া খুন: দ্বিতীয় সন্দেহভাজন গ্রেপ্তার
রাজধানীর শাহজাহানপুরে গুলি করে আওয়ামী লীগের এক নেতা ও এক কলেজছাত্রীকে হত্যার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়ান্দা শাখা (ডিবি)।
ডিবির মতিঝিল বিভাগের উপ-কমিশনার রিফাত মোহাম্মদ শামীম জানান, গ্রেপ্তার ব্যক্তির নাম আরফানউল্লাহ দামাল।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির মতিঝিল বিভাগের একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে আরফানুল্লাহকে গ্রেপ্তার করে।
তিনি ইউএনবিকে বলেন, ‘তার কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়েছে।’
আরও পড়ুন: শাহজাহানপুরে জোড়া খুন: প্রধান আসামি ৭ দিনের রিমান্ডে
উপ-কমিশনার জানান, আরফানুল্লাহর বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হবে এবং তাকে আদালতে হাজির করার পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
নিহত জাহিদুল ইসলাম টিপু আওয়ামী লীগের মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং সামিয়া আফরিন প্রীতি বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রী ছিলেন।
পুলিশ জানায়, জাহিদুল গাড়িতে করে এবং প্রীতি রিকশায় করে বাসায় ফেরার সময় রাত সোয়া ১০ টার দিকে ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
‘তারা সবাই যানজটে আটকা পড়েছিলেন। এ সময় মুখে মাস্ক ও হেলমেট পরা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
আরও পড়ুন: শাহজাহানপুরে জোড়া খুন: প্রধান আসামি গ্রেপ্তার
তারা তিনজনই গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ১১টার দিকে জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে শুক্রবার জোড়া খুনের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে।
গত ২৭ মার্চ এ জোড় খুনের ঘটনায় প্রধান আসামি আকাশকে (৩৪) বগুড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার একটি আদালত।
২ বছর আগে
রাজধানীতে সন্দেহভাজন ৫ মাদক ব্যবসায়ী আটক
রাজধানীর মতিঝিল এলাকায় শনিবার অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
৪ বছর আগে
রাজশাহীতে ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্য আটক
রাজশাহীর শাহমখদুম উপজেলার সিটিহাট এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে ‘আনসার আল ইসলামের’ তিন সদস্যকে আটক করার কথা জানিয়েছে র্যাব।
৪ বছর আগে
মুন্সীগঞ্জে সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্তের চিকিৎসায় অবহেলার অভিযোগ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত এক যুবকের চিকিৎসায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে।
৪ বছর আগে
কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত: পুলিশ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘৈর চিতাখোলা রোডে শুক্রবার রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ডাকাত নিহতের কথা জানিয়েছে পুলিশ।
৪ বছর আগে