ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘৈর চিতাখোলা রোডে শুক্রবার রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ডাকাত নিহতের কথা জানিয়েছে পুলিশ।
তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনীটি।
বাঘৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামানের ভাষ্য, বাঘোয়ার ও চিতাখোলা এলাকায় পথচারী ও যাত্রীদের গাড়ি থামিয়ে ডাকাতরা ডাকাতি করছে এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল রাতে ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে একজন ডাকাতের লাশ পাওয়া যায়।
ওসির দাবি, শনিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দেয়। এছাড়া এ ঘটনায় তাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরও দাবি করেন, ঘটনাস্থল থেকে ৪টি ছুরি ও ১৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।