তত্ত্বাবধায়ক
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদ ছেড়েছেন চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদ ছেড়েছেন চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ (নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ) মসিউর রহমান।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিলেটে বিষপানে নার্সিং কলেজ ছাত্রীর মৃত্যু
এর আগে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মসিউর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে বিক্ষোভ করে।
ডা. মাসুদ পারভেজ বলেন, ‘নার্সিং ইনস্টিটিউট নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান। আমরা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
তবে যতদিন পূর্ণাঙ্গ অধ্যক্ষ (নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ) না আসবে, ততদিন আতিয়া বানু দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পেছনে অবস্থিত নার্সিং ইনস্টিটিউটের সামনে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ইনস্টিটিউটের ইনচার্জ মসিউর রহমান এই প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে শিক্ষার্থীদের হোস্টেলে খাবারে অনিয়ম, উপবৃত্তির টাকা আত্মসাৎ ও বিল-ভাউচার বাণিজ্যসহ প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করছেন।’
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
৪ মাস আগে
মৃত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (১২ অক্টোবর) বলেছেন, মৃত তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই এবং তা বিরোধীদের জন্য কোনো স্বস্তিও বয়ে আনবে না।
তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন নজিরবিহীন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। এই নির্বাচনে বিএনপি না আসলে আমও যাবে, ছালাও যাবে।’
এদিন বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ মন্তব্য করেন।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে দলটি এ সমাবেশ করে।
বিএনপি-জামায়াত জোটের অতীত আন্দোলনের স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচন নিয়ে খেলায় ফাউল করলে তাদের ‘লাল কার্ড’ দেখাতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, এবার কোনো ছাড় দেওয়া হবে না।
কাদের বলেন, পিটার হাসকে দেখিয়ে নির্বাচন বন্ধ করবেন, ঢাকা অচল করে দিবেন। নির্বাচন বন্ধ করতে আসবেন। সেই খেলা খেলতে দিবো না। সন্ত্রাসের খেলা বিএনপিকে খেলতে দিবো না।
বিএনপির চলমান আন্দোলন ও কৌশলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল নিজেই পথ রুদ্ধ করায় বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন সফল হবে না।
তিনি বলেন, ‘ভীসা নীতি দিবেন, নিষেধাজ্ঞা দিবেন?’
জেলা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডা. হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
আরও পড়ুন: ঢাকা অচল করতে আসলে বিএনপিকে অচল করে দেবে ঢাকাবাসী: সেতুমন্ত্রী
বিএনপি সমঝোতার সুযোগ রাখেনি: মার্কিন প্রতিনিধি দলের কাছে ওবায়দুল কাদের
১ বছর আগে
আর কখনও নির্দলীয় সরকার হবে না: তোফায়েল আহমেদ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে আর কখনও নির্দলীয় সরকার হবে না। কারও কথায় নির্বাচন কমিশনও বাতিল করা হবে না। কারণ নির্বাচন কমিশন হয়েছে একটা নিয়মের মধ্যদিয়ে। সার্চ কমিটি বাছাই করে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দিয়েছে।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ধন্যবাদ দেয়া উচিত। অন্তত বিবৃতি দিয়ে দলটিকে টিকিয়ে রেখেছেন। বিবৃতির জন্য যদি নোবেল প্রাইজ দিতে হয়, তাহলে ফখরুল ইসলাম আলমগীরকেই দিতে হবে।
সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের অধীনে কোনো ইসিই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবে না: বিএনপি
তোফায়েল আহমেদ আরও বলেন,আগামী নির্বাচনের আর মাত্র এক বছর কয়েক মাস বাকী আছে। এই এক বছরকে নির্বাচনের বছর হিসেবে চিহ্নিত করে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে।
তিনি বলেন, প্রত্যেকটি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। এক সঙ্গে থেকে দলকে সু সংগঠিত করতে হবে। আওয়ামী লীগের জীবন হলো সংগঠন। আওয়ামী লীগের জীবন হলো কর্মী বাহিনী।
তিনি বলেন, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেক অত্যাচার করেছে। কিন্তু আওয়ামী লীগের একটানা ১৪ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা শান্তিতে আছে।
তিনি আরও বলেন, ভোলায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। ভোলা-বরিশাল সেতু হলে এই প্রাকৃতিক গ্যাস নিয়ে জাতীয় গ্যাসের সংকট দূর করা সম্ভব হবে। ভোলার গ্যাস দিয়ে অনেক শিল্প-কারখানা হবে।
আরও পড়ুন: বিরোধী পক্ষকে দমন ও পীড়নের রাজনীতি আওয়ামী লীগ করে না: ওবায়দুল কাদের
এ সময় সভায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, সাজেদা চৌধুরী আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলেন। আওয়ামী লীগের জন্য তার অনেক অবদান রয়েছে। আমরা চিরদিন শ্রদ্ধাভরে তাকে স্মরণ করবো।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলজারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নেত্রকোণায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, ওসিসহ আহত ১৭
২ বছর আগে
তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না: কুষ্টিয়ায় হানিফ
দেশে তত্ত্বাবধায়ক সরকারের নামে আর কোনদিন অসাংবিধানিক সরকার আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, ‘অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর কোনদিন আসবে না, তাই এ নিয়ে আন্দোলন করে কোন লাভ নেই।’
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমাবেশ থেকে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন বলার জবাবে হানিফ বলেন, বিএনপিই পরগাছা দল, ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি, তাদের আওয়ামী লীগ নিয়ে না ভাবলেও চলবে।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সমাবেশ বন্ধ করতে নয়, করোনা থেকে বাচঁতেই বিধিনিষেধ: হানিফ
বিএনপির সমাবেশ বন্ধ করতে নতুন বিধিনিষেধ: রিজভী
২ বছর আগে