আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে আর কখনও নির্দলীয় সরকার হবে না। কারও কথায় নির্বাচন কমিশনও বাতিল করা হবে না। কারণ নির্বাচন কমিশন হয়েছে একটা নিয়মের মধ্যদিয়ে। সার্চ কমিটি বাছাই করে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দিয়েছে।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ধন্যবাদ দেয়া উচিত। অন্তত বিবৃতি দিয়ে দলটিকে টিকিয়ে রেখেছেন। বিবৃতির জন্য যদি নোবেল প্রাইজ দিতে হয়, তাহলে ফখরুল ইসলাম আলমগীরকেই দিতে হবে।
সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের অধীনে কোনো ইসিই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবে না: বিএনপি
তোফায়েল আহমেদ আরও বলেন,আগামী নির্বাচনের আর মাত্র এক বছর কয়েক মাস বাকী আছে। এই এক বছরকে নির্বাচনের বছর হিসেবে চিহ্নিত করে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে।
তিনি বলেন, প্রত্যেকটি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। এক সঙ্গে থেকে দলকে সু সংগঠিত করতে হবে। আওয়ামী লীগের জীবন হলো সংগঠন। আওয়ামী লীগের জীবন হলো কর্মী বাহিনী।
তিনি বলেন, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেক অত্যাচার করেছে। কিন্তু আওয়ামী লীগের একটানা ১৪ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা শান্তিতে আছে।
তিনি আরও বলেন, ভোলায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। ভোলা-বরিশাল সেতু হলে এই প্রাকৃতিক গ্যাস নিয়ে জাতীয় গ্যাসের সংকট দূর করা সম্ভব হবে। ভোলার গ্যাস দিয়ে অনেক শিল্প-কারখানা হবে।
আরও পড়ুন: বিরোধী পক্ষকে দমন ও পীড়নের রাজনীতি আওয়ামী লীগ করে না: ওবায়দুল কাদের
এ সময় সভায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, সাজেদা চৌধুরী আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলেন। আওয়ামী লীগের জন্য তার অনেক অবদান রয়েছে। আমরা চিরদিন শ্রদ্ধাভরে তাকে স্মরণ করবো।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলজারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নেত্রকোণায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, ওসিসহ আহত ১৭