আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (১২ অক্টোবর) বলেছেন, মৃত তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই এবং তা বিরোধীদের জন্য কোনো স্বস্তিও বয়ে আনবে না।
তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন নজিরবিহীন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। এই নির্বাচনে বিএনপি না আসলে আমও যাবে, ছালাও যাবে।’
এদিন বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ মন্তব্য করেন।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে দলটি এ সমাবেশ করে।
বিএনপি-জামায়াত জোটের অতীত আন্দোলনের স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচন নিয়ে খেলায় ফাউল করলে তাদের ‘লাল কার্ড’ দেখাতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, এবার কোনো ছাড় দেওয়া হবে না।
কাদের বলেন, পিটার হাসকে দেখিয়ে নির্বাচন বন্ধ করবেন, ঢাকা অচল করে দিবেন। নির্বাচন বন্ধ করতে আসবেন। সেই খেলা খেলতে দিবো না। সন্ত্রাসের খেলা বিএনপিকে খেলতে দিবো না।
বিএনপির চলমান আন্দোলন ও কৌশলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল নিজেই পথ রুদ্ধ করায় বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন সফল হবে না।
তিনি বলেন, ‘ভীসা নীতি দিবেন, নিষেধাজ্ঞা দিবেন?’
জেলা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডা. হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
আরও পড়ুন: ঢাকা অচল করতে আসলে বিএনপিকে অচল করে দেবে ঢাকাবাসী: সেতুমন্ত্রী
বিএনপি সমঝোতার সুযোগ রাখেনি: মার্কিন প্রতিনিধি দলের কাছে ওবায়দুল কাদের