সিম্ফনি
নেপালে যাচ্ছে সিম্ফনি
নেপালে রপ্তানি হবে দেশে তৈরি সিম্ফনি স্মার্টফোন। নেপালের একটি স্বনামধন্য কোম্পানি এ্যাপেক্স গ্রুপ সিম্ফনির কাছ থেকে এই স্মার্টফোন নিচ্ছে। ২০২১ সালের অক্টোবর মাস থেকেই নেপালে মোবাইল ফোন রপ্তানি শুরু করেছে সিম্ফনি।
প্রথমবার তিনটি মডেলের প্রায় ১৫ হাজার মোবাইল সরাসরি এ্যাপেক্স গ্রুপের কাছে পাঠানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মডেলের প্রায় ১০ হাজার করে পণ্য সিম্ফনি মোবাইলের হয়ে তারা নেপালে বাজারজাত করবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিম্ফনি জানিয়েছে, বাংলাদেশ থেকে সিম্ফনি মোবাইলই প্রথম সরাসরি ব্র্যান্ড নেইম নিয়েই ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোন রপ্তানি করছে। এটাকে তারা দেশের রপ্তানি খাতে নতুন এক মাইলফলক হিসেবে উল্লেখ করছে।
শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের উপস্থিতিতে এক অনুষ্ঠানে নেপালে সিম্ফনি মোবাইল রপ্তানির বিষয়টি জানানো হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তার বক্তব্যে জানান, আমি প্রথমেই বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে এডিসন গ্রুপ এর সিম্ফনি মোবাইল ব্র্যান্ড কে অভিবাদন জানাই। বাংলাদেশে তারাই একটি মাত্র ব্র্যান্ড যারা কোন ধরনের বৈদেশিক বা সরকারী সাহায্য ছাড়াই শুধুমাত্র নিজস্ব উদ্যোগে এতো বড় একটি কারখানা পরিচালনা করছেন যা নিছকই দেশপ্রেম থেকেই এসেছে। তিনি সিম্ফনি মোবাইলকে অতি দ্রুত আরও ৫০টি দেশে দেখতে চান বলে জানান এবং এর জন্য যে কোন ধরনের সাহায্য বাংলাদেশ সরকার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিম্ফনির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ জানান, সিম্ফনি মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড। বাংলাদেশ থেকে আমরা প্রতি মাসেই ১০ হাজার প্রোডাক্ট নেপালের মার্কেটে রপ্তানি করব। আমাদের ফ্যাক্টরিতে প্রতি মাসে ১০ লাখ প্রডাক্ট আমরা উৎপাদন করতে পারি। এই ফ্যাক্টরিতে ১৫ শ মানুষ কাজ করছে কিন্তু এর পাশাপাশি প্রায় আরও কয়েক লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই উৎপাদন কার্যক্রম এর সঙ্গে জড়িত আছে। ২০২২ সালেই নেপাল বাদেও আমরা নাইজেরিয়া, সুদান, ভিয়েতনাম, শ্রীলংকায় আমাদের মোবাইল ফোন রপ্তানি করার পরিকল্পনা করছি।
আরও পড়ুন: ই-কমার্সে আস্থা ফেরাতে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউবিআইডি: পলক
২ বছর আগে
নতুন ফ্ল্যাগশিপ নিয়ে সিম্ফনি
বাংলাদেশের সর্বাধিক বিক্রিত হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো জেড সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন সিম্ফনি জেড৩৫।
চার্মিং গ্রীন, ফ্যানটাস্টিক ব্লু, মর্ডান ব্লু এবং সুপার গ্রীন এই চার কালারে হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাবে আকর্ষণীয় বান্ডেল অফারসহ মাত্র ১০ হাজার ৪৯০ টাকায়।
এই ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে এ্যান্ড্রোয়েড এর লেটেস্ট ভার্সন এ্যান্ড্রোয়েড ১১.০। ২০.৫:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৮২ ইঞ্চ ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬৪০।
আরও পড়ুন: একদিন ব্যবসা মানেই হবে ‘ডিজিটাল ব্যবসা’: মোস্তাফা জব্বার
২.৩ গিগাহার্জের পাওয়ারফুল প্রসেসর ও মিডিয়াটেকেরগেমিং চিপসেট জি৩৫’র সাথে জিপিউ হিসেবে আছে আইএমজি জিই৮৩২০ যার স্পীড ৬৮০ মেগাহার্জ এবং ডিডিআর ফোর ভার্সন র্যাজম যার ফলে হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে স্বাচ্ছ্যন্দে।
জেড৩৫ হ্যান্ডসেটটিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ত্রিপল রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল মেইন শ্যুটার যার এ্যাপারচার ২.০, ২ মেগাপিক্সেল আল্ট্রা ডেপথ সেন্সর এবং এ আই ক্যামেরা। মেইন শ্যুটারে ২.০ এ্যাপারচার থাকার কারনে ছবি হবে অনেক বেশী প্রাণবন্ত। সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে আছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। স্যামসাং এর সেন্সর ব্যবহার করা হয়েছে ক্যামেরাতে।
আরও পড়ুন: প্রযুক্তিজ্ঞানের মাধ্যমে তরুণদের বিশ্বে নেতৃত্ব দিতে প্রস্তুত করতে হবে: পলক
ক্যামেরা ফিচারের উল্লেখযোগ্য ফিচার গুলো হলো এআই, পোট্রেইট, ইমোজি, প্যানোরামা, স্লো-মো, ডিসপ্লে ফ্ল্যাশ, ওয়াটার মার্ক, ফেইস বিউটি, টাইম ল্যাপস, মিরর ইত্যাদি।
সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে আছে ৩জিবি ডিডিআর ফোর র্যা ম এবং ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ৪ জিবি র্যা ম এবং ৬৪ জিবি রমের আরও একটি ভেরিয়েন্টও আসবে খুব শিগগরই।
হেভি গেমিং বা মাল্টিটাস্কিংয়ের সময়ও চিন্তা করতে হবে না ব্যাটারির চার্জ নিয়ে কারণ ৯.৪ মিলিমিটার পুরু হ্যান্ডসেটটিতে পাওয়ারে আছে ৬০০০ এমএএইচের লি-পলিমার বিশাল ব্যাটারি যা দিয়ে নর্মাল ব্যবহারে অনায়াসে তিনদিন ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: ওয়ালটনের বড় পর্দার নতুন ট্যাব ‘ওয়ালপ্যাড ১০পি’এখন বাজারে
এছাড়াও আছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা যা দিয়ে এই বিশাল এমপিআর ব্যাটারি ৫০ শতাংশ চার্জ হতে সময় নিবে মাত্র ১ ঘণ্টা।
স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্সর আছে যেমন জাইরো, গ্রাভিটি, লাইট এবং প্রক্সিমিটি সেন্সর।
ফোনটিতে আছে বেশ কিছু স্পেশাল ফিচার, তার মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচারগুলো হলো এ আই, পোট্রেইট, প্রফেশনাল, স্লো-মো, ডিজিটাল ওয়েলবিয়িং, রিভার্স চার্জিং, ফেস আনলক, ওয়ান হ্যান্ড মোড, স্মার্ট একশন, গেইম মোড, ওয়ান হ্যান্ড মোড, স্মার্ট এ্যাকশন, আল্ট্রা পাওয়ার সেভিং, এ্যাপস লক, গুগল লেন্সসহ আরও প্রয়োজনীয় ফিচারস।
৩ বছর আগে
সিম্ফনি জেড৩০ প্রো: নতুন বছরের চমক
দেশের বাজারে সিম্ফনি এবার নিয়ে এলো ৪জিবি র্যাম, ৬৪জিবি রম সমৃদ্ধ ৫০০০ মিলি এ্যাম্পিয়ার ব্যাটারির নতুন একটি স্মার্টফোন ‘সিম্ফনি জেড৩০ প্রো’।
৩ বছর আগে
সিম্ফনি জেড২৮: মাত্র ৮,৯৯০ টাকায় নতুন স্মার্টফোন
জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো এআই সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৪০০০ মিলি এ্যাম্পিয়ার বিগ ব্যাটারির নতুন এক স্মার্টফোন ‘সিম্ফনি জেড২৮’।
৪ বছর আগে
করোনা দীর্ঘায়িত হলে দেশের মোবাইল উৎপাদনে সমস্যা হবে: বিএমপিআইএ
বিশ্বব্যাপী দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাস দীর্ঘ সময় থাকলে বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
৪ বছর আগে
২০২২ সালে বিদেশে স্মার্টফোন রপ্তানি করবে সিম্ফনি
সিম্ফনি দেশের চাহিদা পূরণ করে ২০২২ সালের মধ্যে বিভিন্ন দেশে স্মার্টফোন রপ্তানি করবে বলে জানিয়েছেন এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ।
৪ বছর আগে
শিক্ষার্থী ও তরুণদের জন্য ৫,০০০ টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
স্মার্টফোন ছাড়া ব্যস্ত এই পৃথিবীতে চলাচল করা এখন প্রায় অসম্ভব। হটস্পট বা ওয়াই-ফাই ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে এই স্মার্টফোনই আমাদের হাতের মুঠোয় এনে দিচ্ছে নানা পরিষেবা বা সুযোগ সুবিধা। যদিও স্মার্টফোনের বৈশিষ্ট্য, কনফিগারেশন এবং বিভিন্ন ফাংশন নির্ভর করে এর নির্মাতা প্রতিষ্ঠান, মডেল, দামের পার্থক্য ইত্যাদির ওপর।
৪ বছর আগে
সিম্ফনি’র নতুন চমক জেড২৫ এবং জেড১২
বছরের শুরুতে বাংলাদেশি গ্রাহকদের জন্য জেড২৫ এবং জেড১২ নামের নতুন মডেলের দুটি স্মার্টফোন এনেছে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড সিম্ফনি।
৪ বছর আগে