সমুদ্রযাত্রা
লিবিয়ায় নৌকাডুবি: ৩৫ জনের মৃত্যুর আশঙ্কা
লিবিয়ার উপকূলে একটি অভিবাসী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৩৫ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, শুক্রবার পশ্চিম লিবিয়ার শহর সাবরাথার কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এটি প্রধানত আফ্রিকান অভিবাসীদের ভূমধ্যসাগর পেরিয়ে বিপজ্জনক সমুদ্রযাত্রার প্রধান লঞ্চিং পয়েন্ট।
আইওএম জানিয়েছে,ছয় অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে এবং ২৯ জন নিখোঁজ বা মৃত বলে ধারণা করা হচ্ছে। তবে নৌকাডুবির কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
আরও পড়ুন: মহাকাশ স্টেশনে ৬ মাস অবস্থানের পর ফিরলেন ৩ চীনা নভোচারী
সংস্থাটি আরও জানিয়েছে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধ করতে অনুসন্ধান, উদ্ধার ক্ষমতা এবং নিরাপদ অবতরণ ব্যবস্থা খুবই জরুরি।
আইওএম অনুসারে,গত সপ্তাহেই উত্তর আফ্রিকা থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার পথে অন্তত ৫৩ জন অভিবাসী মারা গেছে বা মৃত বলে ধারণা করা হয়েছে।
আরও পড়ুন: ফিলিপাইনে ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৬৭, নিখোঁজ ১১০
ঘানায় নৌকাডুবিতে অন্তত ৭ জন নিহত
২ বছর আগে
ভারতে দেশীয়ভাবে নির্মিত সাবমেরিনের পরীক্ষামূলক সমুদ্রযাত্রা
ভারতে দেশীয়ভাবে নির্মিত একটি সাবমেরিন মঙ্গলবার প্রথমবারের পরীক্ষামূলক সমুদ্রযাত্রা শুরু করেছে। দেশটির নৌবহরে ‘আইএনএস ভাগির’ নামে যুক্ত হওয়ার এক বছর আগেই এটি এ সমুদ্রযাত্রা শুরু করেছে।
আইএনএস ভাগির স্কোর্পেন শ্রেণির ছয়টি সাবমেরিনের মধ্যে পঞ্চম। ফ্রান্সের নেভাল গ্রুপের সহায়তায় ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড (এমডিএল) এটি তৈরি করেছে।
ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘মহামারি সত্ত্বেও এমডিএল গত বছর প্রকল্প ৭৫ এর দুটি সাবমেরিন সরবরাহ করেছে। পঞ্চম সাবমেরিনটির পরীক্ষামূলক সমুদ্রযাত্রা একটি মাইলফলক।’
ফরাসি নকশার এ শ্রেণির চারটি সাবমেরিন ইতোমধ্যে ভারতীয় নৌবাহিনীতে রয়েছে।
স্কোর্পেন শ্রেণির সাবমেরিনে রয়েছে উচ্চতর স্টিলথ। এছাড়া এটি দীর্ঘ পাল্লার টর্পেডোসহ এন্টি শিপ মিসাইল সমৃদ্ধ।
আরও পড়ুন: ভবিষ্যতেও ভারতের সঙ্গে একত্রে কাজ করতে উন্মুখ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ঢাকায় ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন
২ বছর আগে