লিবিয়ার উপকূলে একটি অভিবাসী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৩৫ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, শুক্রবার পশ্চিম লিবিয়ার শহর সাবরাথার কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এটি প্রধানত আফ্রিকান অভিবাসীদের ভূমধ্যসাগর পেরিয়ে বিপজ্জনক সমুদ্রযাত্রার প্রধান লঞ্চিং পয়েন্ট।
আইওএম জানিয়েছে,ছয় অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে এবং ২৯ জন নিখোঁজ বা মৃত বলে ধারণা করা হচ্ছে। তবে নৌকাডুবির কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
আরও পড়ুন: মহাকাশ স্টেশনে ৬ মাস অবস্থানের পর ফিরলেন ৩ চীনা নভোচারী
সংস্থাটি আরও জানিয়েছে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধ করতে অনুসন্ধান, উদ্ধার ক্ষমতা এবং নিরাপদ অবতরণ ব্যবস্থা খুবই জরুরি।
আইওএম অনুসারে,গত সপ্তাহেই উত্তর আফ্রিকা থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার পথে অন্তত ৫৩ জন অভিবাসী মারা গেছে বা মৃত বলে ধারণা করা হয়েছে।
আরও পড়ুন: ফিলিপাইনে ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৬৭, নিখোঁজ ১১০