ওয়ারেন্টভুক্ত
চট্টগ্রামে ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরী থেকে চারটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি সাহেবপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জাবেদ চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।
আরও পড়ুন: সিলেটে হোটেলে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি সাহেবপাড়া বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আসামি তার অপকর্মের কথা স্বীকার করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার জাবেদের নামে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় তিনটি এবং মীরসরাই থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় হস্তান্তার করা হয়েছে বলেও জানায় র্যাব।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তারের অভিযোগ
জঙ্গিবাদে জড়ানোর জন্য বাড়ি ছাড়া পাঁচজনকে রাজধানী থেকে গ্রেপ্তার: র্যাব
২ বছর আগে
বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ১৪ পলাতক আসামি গ্রেপ্তার, ফেনসিডিল জব্দ
বেনাপোলে ১৪ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে পোর্ট থানা পুলিশের একটি অভিযানিক দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের রাজ্জাকের ছেলে শরিফুল ইসলাম (৩৩), শিকড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে আনোয়ার ওরফে আনার (২৫), দক্ষিণ বারপোতা গ্রামের মুন্তাজ আলী মোড়লের ছেলে রিয়াজুল ইসলাম(৩১), মৃত- জাহান আলীর ছেলে ওহিদুজ্জামান (২৭), ভবারবেড় গ্রামের সোহেল রানার স্ত্রী অনন্যা (৩২), বারপোতা গ্রামের নওশের হোসেনের ছেলে নেওয়াজ শরীফ (৩৯), দিঘীরপাড় গ্রামের আজগর সরদারের ছেলে জসিম সরদার (৪৯), একই গ্রামের মৃত আবদার সরদারের ছেলে আজগর সরদার (২৮), ভবারবেড় গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী রোমেছা পারভীন (৩১), শিকড়ী গ্রামের কামালের ছেলে মিকাইল হোসেন (৩৯), মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে নুরুজ্জামান (৪২), আমড়াখালী গ্রামের আজগর আলীর ছেলে মোস্তাক হোসেন (২৮), সুন্তাজ আলীর ছেলে শফি মেম্বার (৪০) ও হবিবার রহমানের ছেলে মো. আলামিন হোসেন (২৭)।
আরও পড়ুন:জন্মাষ্টমী: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত এসব আসামিদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে রবিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন:বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল প্রেসক্লাবের সভাপতিকে প্রাণনাশের হুমকি
২ বছর আগে
বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার
বেনাপোল বন্দর এলাকায় ওয়ারেন্টভুক্ত ৯ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশের একাধিক অভিযানে এই আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- বেনাপোল বন্দর থানার বারপোতা গ্রামের মো. রাসেল (৩৫), আনোয়ার হোসেন (৩৮), আব্দুল কুরবান আলী (৩৪) মো. মহিদুল ইসলাম (৩০), মো. এনামুল হাসান (২৮) মো. রহমত আলী (৩২) মো. আবুল বাশার (৪৩) মো. সফিকুল ইসলাম বুড়ো (৩৭) ও মো. নাজিম উদ্দিন(২৯)।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, মাদক, মারামারিসহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় পলাতক ছিল। আজ দুপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক এসব আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে ৪ দিন পর আমদানি-রপ্তানি শুরু
৪ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
পেট্রাপোল বন্দরে ধর্মঘট: বেনাপোলে বন্ধ আমদানি-রপ্তানি
২ বছর আগে