চট্টগ্রাম মহানগরী থেকে চারটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি সাহেবপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জাবেদ চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।
আরও পড়ুন: সিলেটে হোটেলে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি সাহেবপাড়া বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আসামি তার অপকর্মের কথা স্বীকার করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার জাবেদের নামে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় তিনটি এবং মীরসরাই থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় হস্তান্তার করা হয়েছে বলেও জানায় র্যাব।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তারের অভিযোগ
জঙ্গিবাদে জড়ানোর জন্য বাড়ি ছাড়া পাঁচজনকে রাজধানী থেকে গ্রেপ্তার: র্যাব