কুমিল্লা সিটি করপোরেশন
কুমিল্লা সিটির মেয়র নির্বাচিত তাহসিন বাহার
শনিবার অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপ-নির্বাচনে বেসরকারিভাবে তাহসিন বাহার সূচনাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সন্ধ্যায় নগরীর জিলা স্কুল মিলনায়তনে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।
আরও পড়ুন: দ্বিতীয়বারের মতো ময়মনসিংহের মেয়র নির্বাচিত ইকরামুল হক টিটু
আরেক প্রতিদ্বন্দ্বী সাবেক বিএনপি নেতা হিসেবে পরিচিত নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং অপর প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।
সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টার দিকে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়েছে।
তাহসিন বাহার বলেন, এ বিজয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও কুমিল্লা নগরবাসীর বিজয়।
এ সময় তিনি কুমিল্লা নগরীর সংস্কারে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।
কুমিল্লা সিটি করপোরেশনের দ্বিতীয় মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়।
আরও পড়ুন: কুমিল্লা-ময়মনসিংহ সিটির ভোট গ্রহণ চলছে
কুমিল্লা সিটি নির্বাচন: ভোটকেন্দ্রের পাশে গুলিবিদ্ধ ২ জন
৮ মাস আগে
শান্তিপূর্ণভাবে চলছে কুসিক নির্বাচন
কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) বুধবার সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।
দুপুর ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
সকাল ৯টার দিকে নগরীর হোসামিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাক্কু বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
আরও পড়ুন: কুসিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে
নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, তিনিও তার জয়ের ব্যাপারে আশাবাদী। সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট হাইস্কুলে ভোট দেন আরফানুল রিফাত।
পরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার ও স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারও একই কেন্দ্রে ভোট দেন।
সকালে বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক ভোটারকে ভোট দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: কুসিক নির্বাচন প্রমাণ করেছে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল
২ বছর আগে
কুসিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।
মোট দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার ১০৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০৫টি ভোট কেন্দ্রে ৬৪০টি বুথ রয়েছে।
নির্বাচনে মেয়র পদে এবার পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: কুসিক নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: স্থানীয় সরকারমন্ত্রী
২০১১ সালে গঠিত হওয়ার পর এটি কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচন, যা সম্পূর্ণভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পরিচালিত হবে।
মঙ্গলবার কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, বহুল আলোচিত নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শহরে কমপক্ষে ৭৫ টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ হাজার ৬০০ সদস্যকে মাঠে মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৩০ মার্চ। দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু।
আরও পড়ুন: কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা ইমরানের
কুসিক নির্বাচন প্রমাণ করেছে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল
২ বছর আগে
জানিপপের চেয়ারম্যান কলিমুল্লাহসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে টাকা দিয়ে মনোনয়ন কেনার অভিযোগ করে বক্তব্য দেয়ার অভিযোগে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন যুবলীগের এক নেতা।
বুধবার সকালে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর এর আদালতে এ মামলা দায়ের করেন কুমিল্লা শহর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
মামলায় যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকেও আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদল সভাপতি-সম্পাদকসহ ৩৫ জনের আগাম জামিন
বাদীর আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
আদালতে বাদীর অভিযোগ, কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন’ বলে সম্প্রতি ইউটিউবে প্রচারিত টক শোতে মন্তব্য করেন কলিমুল্লাহ। তাছাড়া ওই আলোচনায় বাদীর নামও ‘মনোনয়ন বাণিজ্যে জড়ানো হয়েছে’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
গত ২২ মে ইউটিউবে ওই আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয়। সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ আরও দুজন অংশ নেন।
আসামিরা এ ধরণের মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করে আমার দীর্ঘ দিনের রাজনৈতিক সুনাম ও সম্মানহানী ঘটিয়েছে বলে মামলায় বাদী উল্লেখ্য করেন।
উল্লেখ্য, আগামী ১৫ জুন কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের আদেশ বহাল
সাংবাদিক কাজলের তিন মামলার কার্যক্রম স্থগিত
২ বছর আগে
কুমিল্লায় আরও ৭৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও ৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার বিকালে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানান।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে প্রথম শতাধিক মৃত্যু, শনাক্ত ২৩.৩৬ শতাংশ
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ৭৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪৩ জন, আদর্শ সদরে সাতজন সদর দক্ষিণ উপজেলায় ১ জন, বুড়িচং উপজেলায় ২ জন, ব্রাহ্মণপাড়ার ১ জন, চান্দিনার ৪ জন, চৌদ্দগ্রামের ৩ জন, লাকসামের ৪ জন, বরুড়ার ৮ জন, দাউদকান্দির ২ জন, হোমনার ১ জন, লালমাই ১ জন ও মুরাদনগর উপজেলার ১ জন রয়েছেন।
আরও পড়ুন: ভ্যাকসিন সংকটের মাঝেই ব্রাজিলের করোনা পরিস্থিতির অবনতি
গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জন পুরুষ করোনায় মারা গেছেন। নিহতরা চান্দিনা ও চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। উভয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। সোমবার পর্যন্ত কুমিল্লায় ১১ হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪৬ জন।
৩ বছর আগে
কুমিল্লায় আরও ৪৮ জনের করোনা শনাক্ত, সুস্থ ৪৪
কুমিল্লায় নতুন করে আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৫৪০ জনে।
৪ বছর আগে
কুমিল্লায় ৪১৮ নমুনার মধ্যে ১১৪ জনের করোনা শনাক্ত
কুমিল্লায় সোমবার ৪১৮টি নমুনার প্রতিবেদনের মধ্যে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
৪ বছর আগে
সেবা দিতে না পেরে বিপাকে কুমিল্লা সিটির ৯ নারী কাউন্সিলর
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত সংরক্ষিত আসনের নয়জন নারী কাউন্সিলর জনগণের সেবা না দিতে পেরে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
৪ বছর আগে