কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও ৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার বিকালে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানান।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে প্রথম শতাধিক মৃত্যু, শনাক্ত ২৩.৩৬ শতাংশ
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ৭৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪৩ জন, আদর্শ সদরে সাতজন সদর দক্ষিণ উপজেলায় ১ জন, বুড়িচং উপজেলায় ২ জন, ব্রাহ্মণপাড়ার ১ জন, চান্দিনার ৪ জন, চৌদ্দগ্রামের ৩ জন, লাকসামের ৪ জন, বরুড়ার ৮ জন, দাউদকান্দির ২ জন, হোমনার ১ জন, লালমাই ১ জন ও মুরাদনগর উপজেলার ১ জন রয়েছেন।
আরও পড়ুন: ভ্যাকসিন সংকটের মাঝেই ব্রাজিলের করোনা পরিস্থিতির অবনতি
গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জন পুরুষ করোনায় মারা গেছেন। নিহতরা চান্দিনা ও চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। উভয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। সোমবার পর্যন্ত কুমিল্লায় ১১ হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪৬ জন।