এনিয়ে এখন পর্যন্ত ২০ হাজার ৩৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট ১৯ হাজার ৭৮০টি নমুনার মধ্যে জেলায় সর্বমোট চার হাজার ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১১ জন, লাকসামে ৯ জন, মনোহরগঞ্জে ১৩ জন, দাউদকান্দিতে ছয়জন, বুড়িচংয়ে দুইজন, লালমাই পাঁচজন, আদর্শ সদরে দুইজন, ব্রাক্ষণপাড়ায় একজন, চান্দিনায় তিনজন, হোমনায় ১৩ জন, দেবিদ্বার সাতজন, তিতাসে ছয়জন, চৌদ্দগ্রামে ১৮ জন, বরুড়ায় ১০ জন ও সদর দক্ষিণে আটজনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, সোমবার কুমিল্লা নগরীতে ২৯ জন, সদর দক্ষিণে একজন, বুড়িচংয়ে ছয়জন, চৌদ্দগ্রামে তিনজন, চান্দিনায় ১০ জন ও বরুড়ায় ২৩ জনসহ ৭২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা এক হাজার ৮৩৪ জন। এ দিন চান্দিনা ও ব্রাহ্মণপাড়ায় দুইজনসহ জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ১০৮ জন।