শ্যামপুর
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক
রাজধানীর শ্যামপুর এলাকায় শুক্রবার ২১ বছর বয়সী এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।
নিহত সাথী বরিশাল জেলার ফারুকুর রহমানের (৩৪) স্ত্রী।
লাশ উদ্ধারের পর পুলিশ ফারুককে আটক করেছে বলে শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিহাব উদ্দিন জানান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবলকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
তিনি আরও বলেন যে শুক্রবার (১৬ জুন) দুপুরের দিকে ঘটা এই ঘটনায় খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় শ্যামপুর ডিআইটি প্লটের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছেন যে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছেন তিনি।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: হাটহাজারীতে নারীকে শ্বাসরোধ ও ঘাড় ভেঙ্গে হত্যা, স্বামী গ্রেপ্তার
গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে ও থেঁতলিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
১ বছর আগে
রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর শ্যামপুরের একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, বেলা ১১টা ২৩ মিনিটের দিকে পাকিজা টেক্সটাইলের চারতলা ভবনের নিচতলায় এ আগুনের সূত্রপাত হয়।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: মোংলা ইপিজেডের আগুন ২৪ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে
সিলেটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, একটিতে আগুন লেগে হেলপারের মৃত্যু
রাজধানীর গেন্ডারিয়ার আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ
রাজধানীর শ্যামপুর এলাকায় মঙ্গলবার ট্রান্সফরমার বিস্ফোরণে সালাম স্টিল মিলের চার শ্রমিক দগ্ধ হয়েছেন বলে বুধবার পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত সুনীল (৪০), রতন (৩৫), রনি (২৯) ও আকাইদ (২২) ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে শ্রমিকরা মিলের পাশের পানির কলে গোসল করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
তাদের মধ্যে রতনের শরীরের ২৫ শতাংশ, সুনীলের ২২ শতাংশ এবং রনি ও আকাইদের ৫ শতাংশ দগ্ধ বলে তিনি জানান।
পড়ুন: স্যানিটাইজার গোডাউনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭
২ বছর আগে
রাজধানীতে ‘দেবরের হাতে’ ভাবি খুন
রাজধানীর শ্যামপুরে জমি নিয়ে বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে শ্যামপুরের পশ্চিম জুরাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমা বেগম (৩২) ওই এলাকার বাসিন্দা আবুল কাশেমের স্ত্রী।
অভিযুক্তের নাম মো. সেন্টু।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে নিজের বাড়ির রান্নাঘরে গৃহস্থালি কাজ করার সময় নাজমার দেবর সেন্টু তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, সকাল ১০টা ২৪ মিনিটে নাজমাকে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পুলিশ অভিযুক্ত সেন্টুকে গ্রেপ্তার করেছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: লটারির টিকিট কেনা নিয়ে বিরোধে যুবক খুন!
নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
২ বছর আগে
রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর শ্যামপুরে একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে পোস্তগোলা হাইস্কুল সড়কের দেলোয়ার প্লাস্টিক অ্যান্ড সুইট ফুডওয়ারে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: চকবাজারে বহুতল ভবনে আগুন
ফটিকছড়িতে আগুনে পুড়ে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
২ বছর আগে
পোস্তগোলায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
ঢাকার পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে একটি পোশাক কারখানায় শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার ইউএনবিকে জানান, রাত পৌনে ১২টার দিকে একটি সাততলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ১৩ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
শাহজাহান বলেন, ‘তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি।’
আরও পড়ুন: নিউইয়র্কে ভবনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ১৯
কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু
২ বছর আগে
রাজধানীতে লাশবাহী গাড়ির ধাক্কায় নিহত ১
রাজধানীর শ্যামপুরে ডেল্টা হাসপাতালের সামনে রাস্তা পার হবার সময় লাশবাহী গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হবার ঘটনা ঘটেছে।মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ঘটা ওই দুর্ঘটনায় মো. আজহার আলী (৫৫) নামে একজন নিরাপত্তা কর্মী নিহত হন। নিহতের বাড়ি মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার নুরপুর গ্রামে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে নিহত
এঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক আব্দুল খাঁন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
৩ বছর আগে
গাজীপুর ও শ্যামপুরে আগুনে আহত ৩ শ্রমিককে ৫০ হাজার টাকা করে সহায়তা
গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলস এবং শ্যামপুরের মজিবর মেটাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ তিন শ্রমিককে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।
৪ বছর আগে
শ্যামপুরে রাসায়নিকের অস্থায়ী গুদাম নির্মাণ শুরু
পুরান ঢাকার রাসায়নিক পণ্য নিরাপদে সংরক্ষণের জন্য রাজধানীর শ্যামপুরে অস্থায়ী ভিত্তিতে গুদাম নির্মাণের কাজ শুরু হয়েছে।
৪ বছর আগে