কিয়েভ
হেলিকপ্টার দুর্ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৪ জন নিহত
কিয়েভের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি (৪২) সহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে কিয়েভের পূর্ব উপশহর ব্রোভারিতে দুর্ঘটনা ঘটে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানায়, কিয়েভের পূর্ব উপশহর ব্রোভারিতে দুর্ঘটনায় মোনাস্টিরস্কির ডেপুটি ইয়েভেন ইয়েনিন নিহত হয়েছেন এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি দেশটির পুলিশ এবং জরুরি পরিষেবাগুলোর তদারকি করেছিলেন। প্রায় ১১ মাস আগে রুশ আগ্রাসন শুরুর পর থেকে নিহত হওয়া সবচেয়ে সিনিয়র কর্মকর্তা তিনি।
ব্রোভারির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি যুদ্ধের সঙ্গে সম্পর্কিত তা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ অবিলম্বে তদন্ত শুরু করেছে।
এ দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভার্চুয়ালি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিয়েছেন।
বক্তৃতায় তিনি বলেছেন যে এই দুর্ঘটনার সঙ্গে যুদ্ধের বিস্তৃত সংযোগ রয়েছে।
তিনি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা নয়, এটি যুদ্ধের কারণে হয়েছে। যুদ্ধের অনেক মাত্রা আছে, শুধু যুদ্ধক্ষেত্রেই যুদ্ধ হয়না।’
তিনি দাভোসে উপস্থিতদেরকে দুর্ঘটনায় নিহতদের সম্মান জানাতে তার সঙ্গে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, ‘যুদ্ধকালীন সময়ে কোনো দুর্ঘটনা ঘটে না। এগুলো সবই যুদ্ধের ফলাফল।’
ফ্রান্সের-তৈরি সুপার পুমা হেলিকপ্টারটি পরিচালনাকারী ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানায়, হেলিকপ্টারে থাকা নয়জন এবং মাটিতে থাকা একটি শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।
আরও পড়ুন: ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ: ইউক্রেনকে দায়ী করলেন পুতিন
এতে আরও বলা হয়, ১১ শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। প্রারম্ভিক সরকারি প্রতিবেদনে হতাহতের সংখ্যা ভিন্ন ছিল।
কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা ইউক্রেনীয় টেলিভিশনকে বলেছেন যে জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।
ইউক্রেন ন্যাশনাল পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তা, একজন জাতীয় পুলিশ কর্মকর্তা এবং তিনজন হেলিকপ্টার ক্রু সদস্য নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে মোনাস্টিরস্কির ডেপুটি ইয়েভেন ইয়েনিন এবং অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি ইউরি লুবকোভিচ রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষক ভোলোদিমির ফেসেনকো দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, মোনাস্টিরস্কি পুলিশ এবং জরুরি পরিষেবাগুলোর দায়িত্বে ছিলেন।
প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকোকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।
হেলিকপ্টারে থাকা কর্মকর্তাদের ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে যাওয়ার কথা ছিল।
স্থানীয় পুলিশ প্রধান ভোলোদিমির টাইমোশকো ফেসবুকে বলেছেন যে তারা ‘শুধু নেতা নন’, ‘বন্ধুও যাদের আমি সম্মান করি।’
টেলিগ্রামে প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিন বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা দুর্ঘটনার ‘সকল সম্ভাব্য কারণ’ তদন্ত করছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি এক বার্তায় লিখেছেন, ‘আজ আরেকটি খুব দুঃখের দিন, নতুন হাহাকার।’
হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান নিহত মোনাস্টিরস্কিকে ‘(রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনের অবৈধ আগ্রাসনের সময় ইউক্রেনের জনগণকে সমর্থন করার জন্য একটি অগ্রণী আলো’ বলে অভিহিত করেছেন।
ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর জন্য চাপের সম্মুখীন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এক টুইটে বলেছেন, ‘এই যুদ্ধে ইউক্রেনকে যে বিশাল মূল্য দিতে হচ্ছে, তা আবারও আমাদের ভাবতে বাধ্য করে।’
কয়েকদিন আগে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রুশ হামলায় ছয় শিশুসহ ৪৫ জন নিহত হয়।
আরও পড়ুন: ইউক্রেনে পদক্ষেপের সমালোচনাকারী রাশিয়ানের ৮২ বছরের কারাদণ্ড
ইউক্রেনীয় বাহিনীর বিশেষ যুদ্ধ প্রশিক্ষণ জার্মানিতে শুরু করেছে মার্কিন সেনাবাহিনী
১ বছর আগে
কিয়েভ যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রবিবার কিয়েভ সফরে যাবেন। যদিও যুক্তরাষ্ট্রের দিক থেকে এখনও এটি নিশ্চিত করা হয়নি কিন্তু আশা করা হচ্ছে রাশিয়ার হামলা শুরুর পর থেকে এটাই হবে কিয়েভে যুক্তরাষ্ট্র সরকারের ঊধ্বতন কর্মকর্তাদের প্রথম সফর।
বিবিসি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের নেতাদের জানিয়েছেন যে আরও সামরিক উপকরণ দেশটিতে পাঠানো হবে।
অপরদিকে, মারিউপোল শহরের আযভস্টাল নামের যে বিশাল ইস্পাত কারখানাটি ইউক্রেনীয় সৈন্যদের প্রতিরোধের শেষ কেন্দ্র-সেখানে রাশিয়ানরা কোন সৈন্যকে হত্যা করলে শান্তি আলোচনা বাতিল করে দেয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, খেরসন শহরে স্বাধীনতার জন্য কোন গণভোটের আয়োজন করা হলেও তিনি একই পদক্ষেপ গ্রহণ করবেন অর্থাৎ শান্তি আলোচনা থেকে সরে যাবেন।
কিয়েভ মেট্রোতে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শান্তি আলোচনার স্বার্থে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করতে আগ্রহী।
এছাড়া ওডেসায় আবাসিক ভবনে রাশিয়ার হামলার বিষয়েও কথা বলেন তিনি। ওই হামলায় তিন মাসের একটি শিশুসহ আট জন নিহত হয়েছে বলে জানা গেছে।
পড়ুন: পুতিন ও জেলেনস্কির সঙ্গে দেখা করবেন জাতিসংঘের মহাসচিব
গণতন্ত্র রক্ষায় অবদানের জন্য পুরস্কার পেলেন জেলেনস্কি
২ বছর আগে
আগামী সপ্তাহে কিয়েভে দূতাবাস খুলবে যুক্তরাজ্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাজ্য আগামী সপ্তাহে ইউক্রেনের রাজধানীতে তাদের দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার ভারত সফরের সময় বরিস জনসন পরিকল্পিত এই পদক্ষেপের ঘোষণা দেন।
পূর্ব ইউক্রেনে লক্ষ্য নির্ধারণ করায় কিয়েভ থেকে রুশ সেনা প্রত্যাহারের পর থেকে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকরা কিয়েভে ফিরে এসেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সংহতি প্রকাশ করতে জনসন চলতি মাসে কিয়েভে একটি আকস্মিক সফর করেন।
সেসময়ে বরিস ইউক্রেনের জন্য আর্থিক ও সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজের কথা বলেন। এছাড়া তিনি যুদ্ধের পরে শহরটিকে (কিয়েভ) পুনর্নির্মাণে সহায়তা করার যুক্তরাজ্যের প্রতিশ্রুতির কথা জেলেনস্কিকে জানান।
আরও পড়ুন: গণতন্ত্র রক্ষায় অবদানের জন্য পুরস্কার পেলেন জেলেনস্কি
স্যাটেলাইট ছবিতে মারিউপোলের কাছে সম্ভাব্য গণকবরের সন্ধান
২ বছর আগে
চেরনোবিল ছেড়েছে রুশ সেনারা
চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ ইউক্রেনীয়দের হাতে ফেরার পর রুশ সেনারা পারমাণবিক কেন্দ্র ছেড়ে চলে গেছে।
শুক্রবার ভোরে ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি, এনারগোএটম জানিয়েছে, রাশিয়ার সেনারা চেরনোবিল প্লান্টের সবচেয়ে দূষিত অংশে পরিখা খনন করেছে এবং বিকিরণের ‘উল্লেখযোগ্য ডোজ’ পেয়েছে বলেও নিশ্চিত করেছে সংস্থাটি। কেউ কেউ বেলারুশে চিকিৎসা নিচ্ছেন বলেও অসমর্থিত সূত্রের খবরে জানা যাচ্ছে।
অন্যদিকে শুক্রবার সকালে রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর ইউক্রেনকে সীমান্তের ওপারে হেলিকপ্টার গানশিপ উড়ানোর এবং একটি তেল ডিপোতে আঘাত করার জন্য অভিযুক্ত করেছেন।
রাশিয়ান এনার্জি জায়ান্ট রোসনেফ্ট পরিচালিত ডিপোটি ইউক্রেন-রাশিয়া সীমান্তের প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।
বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের একটি টেলিগ্রাম পোস্ট অনুসারে, হেলিকপ্টার হামলায় ডিপোটি পুড়ে গেছে, এসময় দু’জন আহত হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনের ২ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি
অন্যদিকে, ইউক্রেনীয় বাহিনী অবরুদ্ধ উত্তর শহর চেরনিহিভের দক্ষিণের শহর স্লোবোদা এবং লুকাশিভকার নিয়ন্ত্রণ নিয়েছে।
রাশিয়ান বাহিনী চেরনিহিভ এবং কিয়েভ উভয় স্থানেই বিমান এবং স্থল-চালিত ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। যদিও মঙ্গলবার মস্কো বলেছিল তারা এই অঞ্চলে সামরিক তৎপরতা কমানোর পরিকল্পনা করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেন, দেশের উত্তর অংশ ও কেন্দ্র থেকে সেনা প্রত্যাহার, ইউক্রেনের দক্ষিণ-পূর্বে নতুন আক্রমণের জন্য শক্তি তৈরির জন্য রাশিয়ার একটি সামরিক কৌশল মাত্র।
জেলেনস্কি জাতির উদ্দেশ্যে তার রাতের ভিডিও ভাষণে বলেন, ‘আমরা তাদের উদ্দেশ্য জানি। আমরা জানি যে তারা সেই অঞ্চলগুলো থেকে দূরে সরে যাচ্ছে যেখানে আমরা তাদের আঘাত করেছি। তারা দেশের অন্য অংশের খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফোকাস করছে, যেসব জায়গায় তাদের হামলা প্রতিহত করা আমাদের পক্ষে কঠিন হতে পারে।
তিনি আরও বলেন, ‘সামনে আরও যুদ্ধ হবে।’
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন নিয়ে আরও আলোচনার প্রস্তাব তুরস্কের
ইউক্রেন ‘টার্নিং পয়েন্টে’: জেলেনস্কি
২ বছর আগে
কিয়েভের উপকণ্ঠে রুশ-ইউক্রেন সেনাদের লড়াই চলছে: যুক্তরাজ্য
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কিয়েভ থেকে মাত্র ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার স্থলবাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর লড়াই চলছে।
শনিবার একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কিয়েভের উত্তরে রাশিয়ার বিশাল সামরিক বাহিনী ছড়িয়ে পড়েছে।
সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ বাহিনী হয়ত রাজধানী কিয়েভকে ঘেরাও করার প্রচেষ্টা চালাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী কিয়েভের বাইরে খারকিভ, চেরনিহিভ, সুমি এবং মারিউপোল শহরগুলো ঘিরে রেখেছে এবং শহরগুলোর ওপর ক্রমাগত ভারী গোলা বর্ষণ করছে।
এর আগে রাশিয়ার সেনাবাহিনী অবরুদ্ধ শহর মারিউপোলে ৮০ জনেরও বেশি লোকের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি মসজিদে গোলা বর্ষণ করেছে। শনিবার ইউক্রেনের সরকারের পক্ষ থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানানো যায়নি।
আরও পড়ুন: অবরুদ্ধ মারিউপোলে মসজিদে রুশ বাহিনীর গোলা বর্ষণ: ইউক্রেন
এ হামলার বিষয়ে তুরস্কের ইউক্রেনীয় দূতাবাস জানিয়েছে, বন্দর নগরী মারিউপোলে চলমান রুশ হামলা থেকে বাঁচতে ৩৪ জন শিশুসহ ৮৬ জনের একটি দল আশ্রয় নিয়েছিল। এদের মধ্যে তুর্কি নাগরিকও ছিল।
দূতাবাসের একজন মুখপাত্র শহরের মেয়রের বরাত দিয়ে এ তথ্য উদ্ধৃত করেছেন।
মেয়রের কার্যালয় থেকে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত ১২ দিনের হামলায় মারিউপোলে মৃতের সংখ্যা এক হাজার ৫০০ পেরিয়েছে। এই সপ্তাহে শহরের একটি প্রসূতি হাসপাতালে গোলা বর্ষণের ফলে তিনজন নিহত হয়।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মারিউপোল সবচেয়ে বড় দুর্দশায় পড়েছে। কারণ অবিরাম হামলার কারণে খাদ্য ও পানীয় সঙ্কট এবং আটকে পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে।
শনিবার ইউক্রেনের জরুরি তথ্য পরিষেবা কেন্দ্র জানিয়েছে, খারকিভের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে দুই নারী, এক পুরুষ ও দুটি শিশুসহ মোট পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনের শিল্প কেন্দ্রে রুশ যুদ্ধবিমান ও আর্টিলারির হামলা
পশ্চিম ইউক্রেনে বিমানবন্দরের কাছে রাশিয়ার হামলা
২ বছর আগে
রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের আদালতে শুনানি শুরু
কিয়েভ ও মস্কোর প্রতিনিধিত্বকারী আইনজীবীরা দুই দেশের মধ্যে চলমান সংকট নিরসনে আইনি লড়াইয়ের জন্য সোমবার জাতিসংঘের শীর্ষ আদালতে মুখোমুখি হয়েছেন।
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের সদর দপ্তর পিস প্যালেসে ইউক্রেনের অনুরোধে রাশিয়াকে আক্রমণ বন্ধের আহ্বান জানাতে দুই দিনের শুনানি শুরু করছে।
ইউক্রেন সোমবার সকালে তাদের যুক্তি উপস্থাপন করবে এবং মঙ্গলবার রাশিয়ার প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে।
আরও পড়ুন: কিয়েভসহ ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
কয়েক দিনের মধ্যে যুদ্ধ বন্ধের অনুরোধের বিষয়ে একটি সিদ্ধান্ত প্রত্যাশিত, যদিও রাশিয়া আদালতের কোনও আদেশ মেনে চলবে কিনা সে ব্যাপারে আশঙ্কা রয়েছে।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের সামরিক আইনের অধ্যাপক টেরি গিল বলেছেন,যদি আদালত যুদ্ধ বন্ধের আদেশ দেয়,আমি মনে করি এটা ঘটার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, বেসামরিক লোকদের কিছু এলাকা থেকে সরে যেতে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও রুশ বাহিনী ইউক্রেনের শহরগুলোতে রকেট হামলা অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: আবাসিক এলাকায় গোলাবর্ষণ জোরদার করেছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
২ বছর আগে
অবিলম্বে নাগরিকদের কিয়েভ ত্যাগের নির্দেশ ভারতের
ভারত তার সমস্ত নাগরিককে ‘যেকোন উপায়ে’ অবিলম্বে ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার ইউক্রেনের ভারতীয় দূতাবাস এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘শিক্ষার্থীসহ সকল ভারতীয় নাগরিকদের আজ জরুরিভাবে কিয়েভ ত্যাগ করার পরামর্শ দেয়া হচ্ছে। বিশেষত ট্রেনে বা অন্য যে কোনও সম্ভাব্য উপায়ে।’
সোমবার রাতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার চারজন জৈষ্ঠ মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র ভারতীয়দের নয়, সেই দেশে আটকা পড়া বিদেশি নাগরিকদেরও সরিয়ে নিতে সহায়তা করার ব্যাপারে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি।
সোমবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি গণমাধ্যমকে বলেছেন, উদ্ধার প্রচেষ্টা চলছে। স্থলভাগে পরিস্থিতি জটিল হতে চলছে, যা বেশ উদ্বেগজনক। কিন্তু আমরা আমাদের উদ্ধার প্রচেষ্টা ত্বরান্বিত করতে সক্ষম হয়েছি।
আরও পড়ুন: কিয়েভমুখী ৪০ মাইল দীর্ঘ রাশিয়ান সেনাবহর
তিনি বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে নয়, আমরা পরামর্শ জারি করার পর থেকে প্রায় আট হাজার ভারতীয় নাগরিক ইউক্রেন ছেড়েছে।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে বিভিন্ন দেশে তার বিশেষ দূত হিসাবে চার সিনিয়র মন্ত্রীর সফরটি উদ্ধার প্রচেষ্টাকে তরান্বিত করবে।
এর আগে গত সপ্তাহে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: রাশিয়ান কামানের গোলায় ৭০ সেনা নিহতের দাবি ইউক্রেনের
ইউক্রেন সংকট সমাধানে ভারতের হস্তক্ষেপ চাওয়ার কয়েক ঘণ্টা পর মোদি রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী অবিলম্বে সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক আলোচনা ও সংলাপের পথে ফিরে আসার জন্য সব পক্ষ থেকে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
বর্তমানে ইউক্রেনে প্রায় ১৫ হাজার ভারতীয় রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে গোলাবর্ষণ, কিয়েভে বিস্ফোরণ
২ বছর আগে
কিয়েভমুখী ৪০ মাইল দীর্ঘ রাশিয়ান সেনাবহর
রাশিয়ান ট্যাঙ্ক ও অন্যান্য যানবাহনের ৪০ মাইলের একটি দীর্ঘ সেনাবহর যুদ্ধের ষষ্ঠ দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে যাচ্ছে। এর আগে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে গোলাবর্ষণ তীব্র করেছে রাশিয়া।
ম্যাক্সার টেকনোলজির দেয়া স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, কিয়েভের দিকে রাশিয়ান সেনাবাহিনীর প্রায় ৪০ মাইল দীর্ঘ একটি বহর জড়ো হয়েছে।
এদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার প্রথম পাঁচ ঘন্টার আলোচনায় কোনো সমাধান না আসলেও উভয় পক্ষই আরেকটি বৈঠকে সম্মত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট অবশ্য বলেছেন, তিনি বিশ্বাস করেন যে তাকে পিছু হটতে বাধ্য করতে ধাপে ধাপে গোলাবর্ষণের পরিকল্পনা করা হয়েছে।
সোমবার এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন,‘আমি বিশ্বাস করি রাশিয়া এই সহজ পদ্ধতিতে (ইউক্রেনের ওপর) চাপ দেয়ার চেষ্টা করছে। ’
আরও পড়ুন: রাশিয়ান কামানের গোলায় ৭০ সেনা নিহতের দাবি ইউক্রেনের
তিনি সোমবার অনুষ্ঠিত আলোচনার বিশদ বিবরণ দেননি, তবে তিনি বলেন কিয়েভ ছাড় দিতে প্রস্তুত নয়।
আক্রমণের ষষ্ঠ দিনে রাশিয়ান সামরিক বাহিনীর প্রচণ্ড প্রতিরোধ ও আকাশসীমায় আধিপত্য বিস্তারের ফলে স্থবির হয়ে পড়েছে ইউক্রেন। ইতোমধ্যে অনেক ইউক্রেনীয় বেসামরিক নাগরিক আশ্রয়কেন্দ্র, বেসমেন্ট বা করিডোরে আশ্রয় নিয়েছেন।
পুতিনের একজন শীর্ষ সহযোগী এবং রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন যে আক্রমণের পর উভয় পক্ষের মধ্যে অনুষ্ঠিত প্রথম আলোচনার সময় রাষ্ট্রদূতরা কিছু নির্দিষ্ট পয়েন্ট খুঁজে পেয়েছেন। তিনি আরও জানান, তারা আগামী দিনে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।
পুতিনের একজন শীর্ষ সহযোগী এবং রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, ‘অভিযানের পর উভয় পক্ষের মধ্যে প্রথম আলোচনা প্রায় পাঁচ ঘন্টা স্থায়ী হয়েছিল এবং প্রতিনিধি ‘কিছু নির্দিষ্ট পয়েন্ট খুঁজে পেয়েছেন। তারা আগামী দিনে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।
আরও পড়ুন: ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে গোলাবর্ষণ, কিয়েভে বিস্ফোরণ
২ বছর আগে