সয়াবিন তেলের উচ্চমূল্য নিয়ে বহু আলোচনার মধ্যেই সরকার রবিবার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে লিটার প্রতি ১৮৫ টাকা নির্ধারণ করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে বলেন, সোমবার থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে রবিবার ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এ ঘোষণা দিয়েছে।
বিশ্ববাজারে দাম কমে যাওয়ার ফলে বোতলজাত সয়াবিন তেলের দাম সাত দশমিক ০৩ শতাংশ কমে ১৯৯ টাকা থেকে ১৮৫ টাকায় নেমে এসেছে।
এছাড়া বিভিওআরভিএমএ পাম তেলের দাম প্রতি লিটার ৬ টাকা কমিয়ে ১৫২ টাকা করতেও রাজি হয়েছে।
পাঁচ লিটারের বোতল সয়াবিন তেলের দাম ৯৮০ টাকা থেকে কমিয়ে ৯১০ টাকা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: আবারও বাড়ল সয়াবিন তেলের দাম