দাঁড়িয়ে থাকা ট্রাক
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।
রবিবার (১০ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নিমতলা স্টেশনের সামনে ঢাকামুখী হাইওয়ে লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহতদের মধ্যে রউনত (১৯), মোহাম্মদ লুৎফর (৬০) এবং রায়হান (২৫)-এর অবস্থা গুরুতর।
আরও পড়ুন: পীরগঞ্জে দাঁড়িয়ে থাকা ভেকু মেশিনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত
স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। এ কারণে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।
১১৬ দিন আগে
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২
নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ফারদিন হোসেন ও রেজুয়ান ইসলাম নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহাদেবপুর উপজেলার তের মাইল নামক স্থানে এই এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারদিন হোসেন মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের এবং রেজুয়ান ইসলাম শ্যামপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, নওগাঁ থেকে মোটরসাইকেলে চড়ে মহাদেবপুরে ফিরছিলেন ফারদিন ও রেজুয়ান। পথে তের মাইল নামক স্থানে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফারদিন নিহত হন। গুরুতর আগত অবস্থায় রেজুয়ানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হবে।
৩৩১ দিন আগে
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, শ্যালক-দুলাভাই নিহত
দিনাজপুরে দুর্ঘটনায় অচল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকসহ আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা দুজন শ্যালক-দুলাভাই।
রবিবার ভোর ৬টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাউগাঁ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শহরের বালুবাড়ী মহল্লার কাঠ ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম (দুলাভাই) ও সদরের রামসাগর এলাকার তাজপুর মানিহারপাড়ার মৃত তৈয়ব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (শ্যালক)।
আরও পড়ুন: মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
কোতোয়ালি থানার উপপরিদর্শক শামিম হক জানান, জেলা শহর থেকে ফুলবাড়ী আঞ্চলিক সড়ক দিয়ে গন্তব্যে যাবার সময় কাউগাঁ এলাকায় মহাসড়কে অচল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। লাশ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাধবপুরে ট্রাকচাপায় রিকশার ৩ যাত্রী নিহত
১৩৫৬ দিন আগে