নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ফারদিন হোসেন ও রেজুয়ান ইসলাম নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহাদেবপুর উপজেলার তের মাইল নামক স্থানে এই এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারদিন হোসেন মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের এবং রেজুয়ান ইসলাম শ্যামপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, নওগাঁ থেকে মোটরসাইকেলে চড়ে মহাদেবপুরে ফিরছিলেন ফারদিন ও রেজুয়ান। পথে তের মাইল নামক স্থানে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফারদিন নিহত হন। গুরুতর আগত অবস্থায় রেজুয়ানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হবে।