জোড়া খুন
কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গিয়াস উদ্দিন ও জামাল হোসেনের খুনের ঘটনায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসমিকে ৫০ হাজার টাকা করেও জরিমানা করেছেন আদালত।
সোমবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।
আরও পড়ুন: চট্টগ্রামে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
রায় ঘোষণার সময়ে আদালতে ১৫ জন আসামির মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন।
কুমিল্লার সদর দক্ষিণের ধনাইতরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে এই খুনের ঘটনা ঘটেছিল।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- তোফায়েল আহমেদ তোতা, কামাল হোসেন, মো. মামুন, আলমগীর হোসেন, বাবুল ও হারুনুর রশিদ।
যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন- হায়দার আলী, আবদুল মান্নান, জামাল হোসেন, আবুল বাশার, জাকির হোসেন, আবদুল কাদের, আবদুল কুদ্দুস।
কুমিল্লা আদালতের সরকারি কৌসুলি মো. জহিরুল ইসলাম সেলিম বলেন, ‘২০১৬ সালে ১২ আগস্ট রাতে আসামিরা গিয়াসউদ্দিন ও জামালকে হত্যা করে।
এ ঘটনায় নিহত গিয়াসের ছেলে মেহেদী হাসান ১২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে দক্ষিণ থানায় একটি মামলা করেন। ২০১৭ সালের ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। দীর্ঘ তদন্ত ও বিচারকার্যে আসামিদের জবানবন্দি ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।’
আরও পড়ুন: হাইকোর্টেও ‘সিরিয়াল কিলার’ রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল
চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
৩ মাস আগে
দিনাজপুরে জোড়া খুন: কুড়িগ্রাম থেকে পলাতক আসামি গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুনের মামলার পলাতক এক আসামিকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার র্যাব-১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার মনিরুল ইসলাম হত্যাকাণ্ডের পর থেকে ২৪ দিন পলাতক ছিলেন।
র্যাব-১৩ এর অধিনায়ক জানান, দিনাজপুরের ঘোড়াঘাটের খোদাতপুর গ্রামে জমির মালিকানা নিয়ে হায়দার আলীর পরিবারের সঙ্গে ওমর আলীর পরিবারের বিরোধ ছিল। এর জেরে গত ২৫ জানুয়ারি হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৫) এবং তার ভাতিজা রাকিব হোসেন মণ্ডলকে প্রতিপক্ষ ওমর আলীর লোকের কুপিয়ে হত্যা করে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৩
এঘটনায় অভিযুক্ত মূল আসামিদের মধ্যে ওমর আলীর ছেলে মনিরুল ইসলাম কুড়িগ্রামের রাজীবপুরে আত্মগোপন করেছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে র্যাব ১৪ ব্যাটালিয়নের সহায়তায় তাকে শনিবার রাতে গ্রেপ্তার করেছেন তারা।
রবিবার তাকে সংশ্লিষ্ট থানা পুলিশে তুলে দেয়া হয়।
এর আগে আরেক আসামি আজাহার আলীকে পুলিশের কাছে তুলে দেয় র্যাব-১৩।
এ মামলার অন্যান্য আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, হত্যাকাণ্ডের পরের দিন ক্ষুব্ধ প্রতিবেশীরা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে কমপক্ষে ৪০টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে ২০টি স্বর্ণের বার ছিনতাই, গ্রেপ্তার ১
১ বছর আগে
শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনায় মামলা
রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও এক কলেজছাত্রী নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শুক্রবার শাজাহানপুর থানায় হত্যা মামলা করেছেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, টিপু চার-পাঁচ দিন আগে টেলিফোনে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাতে শাহজাহানপুর এলাকার ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগের মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি (২২) নিহত হন।
আরও পড়ুন: রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে আ’লীগ নেতাসহ নিহত ২
পুলিশ জানায়, জাহিদুল গাড়িতে করে এবং প্রীতি রিকশায় করে বাসায় ফেরার সময় রাত সোয়া ১০টার দিকে ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. গাফফারুল আলম বলেন, ‘তারা সবাই যানজটে আটকা পড়েছিলেন। এ সময় মুখে মাস্ক ও হেলমেট পরা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
তিনি বলেন, তারা গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ১১টার দিকে জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক বলেন, ধারণা করা হচ্ছে জাহিদুলই একমাত্র লক্ষ্য ছিল। তবে খুনিকে ধরতে অভিযান শুরু করেছি এবং এ ব্যাপারে তদন্ত চলছে।
আরও পড়ুন: পাবনায় ছুরিকাঘাতে পৌরসভার কর্মচারী খুন
ওয়াজে নেয়ার কথা বলে ভাড়াটে খুনি দিয়ে মাকে হত্যা, মেয়েসহ আটক ২
২ বছর আগে