দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুনের মামলার পলাতক এক আসামিকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার র্যাব-১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার মনিরুল ইসলাম হত্যাকাণ্ডের পর থেকে ২৪ দিন পলাতক ছিলেন।
র্যাব-১৩ এর অধিনায়ক জানান, দিনাজপুরের ঘোড়াঘাটের খোদাতপুর গ্রামে জমির মালিকানা নিয়ে হায়দার আলীর পরিবারের সঙ্গে ওমর আলীর পরিবারের বিরোধ ছিল। এর জেরে গত ২৫ জানুয়ারি হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৫) এবং তার ভাতিজা রাকিব হোসেন মণ্ডলকে প্রতিপক্ষ ওমর আলীর লোকের কুপিয়ে হত্যা করে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৩
এঘটনায় অভিযুক্ত মূল আসামিদের মধ্যে ওমর আলীর ছেলে মনিরুল ইসলাম কুড়িগ্রামের রাজীবপুরে আত্মগোপন করেছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে র্যাব ১৪ ব্যাটালিয়নের সহায়তায় তাকে শনিবার রাতে গ্রেপ্তার করেছেন তারা।
রবিবার তাকে সংশ্লিষ্ট থানা পুলিশে তুলে দেয়া হয়।
এর আগে আরেক আসামি আজাহার আলীকে পুলিশের কাছে তুলে দেয় র্যাব-১৩।
এ মামলার অন্যান্য আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, হত্যাকাণ্ডের পরের দিন ক্ষুব্ধ প্রতিবেশীরা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে কমপক্ষে ৪০টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।