সেচের পানি
সেচের পানি না পেয়ে বিষপান: আরেক কৃষকের মৃত্যু
রাজশাহীতে সেচের পানির জন্য বিষপানে সাঁওতাল কৃষক অভিনাথ মারানডির মুত্যুর পর মারা গেলেন তারই চাচাতো ভাই রবি মারানডি।
শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধানখেতে সেচের পানি না পেয়ে গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামে তাঁরা দুই ভাই গত বৃহস্পতিবার বিকালে বিষ পান করেছিলেন। সেই দিন মারনডি নামে এক ভাই মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী জানান, ওই দুই কৃষক বিষ পানেই মারা গেছেন।
আরও পড়ুন: রাজশাহীতে ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
শুক্রবার রাতে অভিনাথ মারানডির স্ত্রী রোজিনা হেমরম আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গভীর নলকূপের ড্রাইভার সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ড্রাইভার সাখাওয়াত পলাতক আছে।
আরও পড়ুন: রাজশাহীতে আ’লীগের সম্মেলনে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
২ বছর আগে