পক্ষ
গণফোরামের দুই পক্ষ এক হচ্ছে
চার বছর পর গণফোরামের দুই পক্ষ আবার একত্রিত হতে যাচ্ছে। নব্বইয়ের দশকে দলটি প্রতিষ্ঠা করেন ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, “আমরা খুব শিগগিরই ‘পুনর্মিলিত গণফোরাম’র জাতীয় সম্মেলন আয়োজন করব।”
গণফোরামের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন।
গণফোরাম নেতা ড. কামাল হোসেন, মোস্তফা মহসিন মন্টু, এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী ও মিজানুর রহমান আলোচনা সভায় বক্তব্য দেন।
আরও পড়ুন: গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেছে বিএনপি
প্রধান অতিথির বক্তব্যে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে গণআন্দোলনের ফলে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশের মানুষ একটি স্বাধীন ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।
তিনি বলেন, ‘কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এ ধরনের বাংলাদেশ গড়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে।’
গণফোরাম সভাপতি বলেন, গণঅভ্যুত্থানের অর্জনকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, 'আমি আশা করি, গণফোরামের নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে নতুন যাত্রা শুরু করবেন।’
আওয়ামী লীগ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ত্যাগ করা ড. কামাল হোসেন ও সাইফুদ্দিন আহমেদ মানিকের নেতৃত্বে ১৯৯৩ সালের ২৯ আগস্ট গণফোরাম প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন: গণফোরামের সভাপতির পদ ও সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন ড. কামাল
৩ মাস আগে
অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয় না: মুখপাত্র
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তারা কোনো পক্ষ নেয় না বলে আবারও বলেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার(২৬ অক্টোবর) ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, 'আমি শুধু এটুকুই বলব, অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমরা কোনো পক্ষ নিই না।’
‘বাংলাদেশের বর্তমান সরকারকে ৩ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র’ টকশোতে বিএনপিপন্থী অংশগ্রহণকারীদের এমন দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মিলার এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার সম্প্রতি ঢাকা সফর করেন।
আরও পড়ুন: ইসরায়েল-হামাস যুদ্ধে মার্কিনিরা হামলার শিকার হলে জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন-অস্টিনের হুঁশিয়ারি
বিভিন্ন টকশোতে বিরোধী দলীয় বক্তারা দাবি করছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ নভেম্বরের মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছে।
এর আগে ঢাকার মার্কিন দূতাবাস এ বিষয়ে ব্যাখ্যা দিলেও সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের প্রতিবেদনকে সমর্থন করেনি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের'অবনতির' খবর পর্যবেক্ষণ করছেন।
আমরা বাংলাদেশ সরকারকে তার জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করেছি।
মিলার বলেন, 'অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় আমাদের কিছু যোগ করার নেই।’
আরও পড়ুন: বাংলাদেশের সব অংশীজনদের সহিংসতা ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র
১ বছর আগে
আ. লীগের পক্ষ থেকে খ্রিস্টীয় নতুন বছরের শুভেচ্ছা ওবায়দুল কাদেরের
খ্রিস্টীয় নতুন বছরে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধীদল ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করে আওয়ামী লীগ।
রবিবার সকালে রাজধানীর সেতুভবনে মতবিনিময়কালে এ আশাবাদের কথা জানান মন্ত্রী।
আরও পড়ুন: বিশ্বের কোথায়ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নেই: ওবায়দুল কাদের
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মাসেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর।
পরে সেতু ভবনে তিনি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন।
এরপর মন্ত্রী সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন।
আরও পড়ুন: স্বাধীনতাবিরোধীরা এখনো সক্রিয়: ওবায়দুল কাদের
সোহরাওয়ার্দী উদ্যান কেনো বিএনপির অপছন্দ: ওবায়দুল কাদের
১ বছর আগে
অনাস্থা ভোটের আগেই ইমরানের পক্ষ ছাড়ছে মিত্ররা
পাকিস্তানে আগামী সপ্তাহে অনুষ্ঠিব্য অনাস্থা ভোটের আগেই বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের জোটের একটি দল বিরোধীদের পক্ষে যোগ দিয়েছে। বুধবার মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) নামের দলটি বিরোধী শিবিরে যোগ দিয়েছে।
বুধবার ভোরে এমকিউএম দলের নেত্রী নাসরিন জলিল সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
আরও পড়ুন: নারী অধিকারের সুরক্ষা, প্রচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল পাকিস্তান
এমকিউএমের মাত্র পাঁচটি আসন থাকলেও এই দলটি ক্ষমতাসীন জোটের গুরুত্বপূর্ণ অংশীদার। তারা ইমরানের পক্ষ ত্যাগ করায় সংসদে বিরোধীদের সংখ্যা ১৭২টির বেশি হয়ে গেছে।
আগে থেকেই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির বেশ কয়েকজন আইন প্রণেতা ইমরানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং প্রকাশ্যে আসন্ন অনাস্থা ভোটে তার বিরুদ্ধে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান ২০১৮ সালে ৩৪২ আসনের জাতীয় পরিষদের ১৭৬ ভোট পেয়ে ক্ষমতায় আসেন।
আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট রফিক তারারের মৃত্যু
পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৬৩
২ বছর আগে