পাকিস্তানে আগামী সপ্তাহে অনুষ্ঠিব্য অনাস্থা ভোটের আগেই বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের জোটের একটি দল বিরোধীদের পক্ষে যোগ দিয়েছে। বুধবার মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) নামের দলটি বিরোধী শিবিরে যোগ দিয়েছে।
বুধবার ভোরে এমকিউএম দলের নেত্রী নাসরিন জলিল সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
আরও পড়ুন: নারী অধিকারের সুরক্ষা, প্রচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল পাকিস্তান
এমকিউএমের মাত্র পাঁচটি আসন থাকলেও এই দলটি ক্ষমতাসীন জোটের গুরুত্বপূর্ণ অংশীদার। তারা ইমরানের পক্ষ ত্যাগ করায় সংসদে বিরোধীদের সংখ্যা ১৭২টির বেশি হয়ে গেছে।
আগে থেকেই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির বেশ কয়েকজন আইন প্রণেতা ইমরানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং প্রকাশ্যে আসন্ন অনাস্থা ভোটে তার বিরুদ্ধে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান ২০১৮ সালে ৩৪২ আসনের জাতীয় পরিষদের ১৭৬ ভোট পেয়ে ক্ষমতায় আসেন।