ইমরান
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ৩ দিনের রিমান্ডে
ইমরান নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
আরও পড়ুন: সাত দিনের রিমান্ডে মোজাম্মেল বাবু-শাহরিয়ার কবির
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম মিয়া আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করে। এতে শিক্ষার্থী ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহত ইমরানের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
আরও পড়ুন: ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ৭ দিনের রিমান্ডে
৩ মাস আগে
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে ইমরানকে বরখাস্ত করা হয়েছে: আইনমন্ত্রী
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়াকে তার পদ থেকে বরখাস্ত করার ঘোষণা দিলেও কোনো কারণ উল্লেখ করেননি আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, 'দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২'-এর ধারা ৪(১) এর অধীনে ডিএজি ইমরানকে বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত করার আগে অংশীজনদের মতামত নেওয়া হবে: আইনমন্ত্রী
জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
৪(১) ধারায় বলা হয়েছে, ‘একজন আইন কর্মকর্তা রাষ্ট্রপতির সন্তুষ্টির সময় পদে অধিষ্ঠিত থাকবেন এবং তার পদত্যাগের জন্য নির্ধারিত কোনো কারণ ছাড়াই রাষ্ট্রপতি যে কোনো সময় তার চাকরি বাতিল করতে পারেন।’
গত ৪ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেছিলেন, তিনি নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের সমর্থনে বিশ্ব নেতাদের বিবৃতির প্রতিবাদে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রস্তুত করা একটি বিবৃতিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন।
পরে মঙ্গলবার আইনমন্ত্রী বলেন, ডিএজি ইমরান অ্যাটর্নি জেনারেলের পূর্বানুমতি ছাড়াই বিষয়টি নিয়ে বিবৃতি দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
মন্ত্রী বলেন, ‘তিনি (ডিএজি ইমরান) অ্যাটর্নি জেনারেলের অফিসে নিযুক্ত। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইলে তাকে হয় পদত্যাগ করে কথা বলতে হবে অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে হবে। তিনি সেগুলোর কোনোটি করেননি।’
আরও পড়ুন: ডিএজি এমরান শৃঙ্খলা ভঙ্গ করেছেন: আইনমন্ত্রী
১ বছর আগে
অনাস্থা ভোটের আগেই ইমরানের পক্ষ ছাড়ছে মিত্ররা
পাকিস্তানে আগামী সপ্তাহে অনুষ্ঠিব্য অনাস্থা ভোটের আগেই বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের জোটের একটি দল বিরোধীদের পক্ষে যোগ দিয়েছে। বুধবার মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) নামের দলটি বিরোধী শিবিরে যোগ দিয়েছে।
বুধবার ভোরে এমকিউএম দলের নেত্রী নাসরিন জলিল সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
আরও পড়ুন: নারী অধিকারের সুরক্ষা, প্রচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল পাকিস্তান
এমকিউএমের মাত্র পাঁচটি আসন থাকলেও এই দলটি ক্ষমতাসীন জোটের গুরুত্বপূর্ণ অংশীদার। তারা ইমরানের পক্ষ ত্যাগ করায় সংসদে বিরোধীদের সংখ্যা ১৭২টির বেশি হয়ে গেছে।
আগে থেকেই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির বেশ কয়েকজন আইন প্রণেতা ইমরানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং প্রকাশ্যে আসন্ন অনাস্থা ভোটে তার বিরুদ্ধে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান ২০১৮ সালে ৩৪২ আসনের জাতীয় পরিষদের ১৭৬ ভোট পেয়ে ক্ষমতায় আসেন।
আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট রফিক তারারের মৃত্যু
পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৬৩
২ বছর আগে