পারিবারিক বিরোধ
পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, মা-বাবা জখম
ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে মাহফুজুর রহমান নামে এক যুববকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার মা ও বাবাকে কুপিয়ে জখম করা হয়।
এই ঘটনায় নিহতের নানি আলেয়া বেগম বাদী হয়ে ঝালকাঠি থানায় শনিবার (১ জুন) রাতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: এমপি আনোয়ারুল হত্যার তদন্তে নেপাল যাচ্ছেন ডিবি প্রধান
এই মামলায় অন্যরা হচ্ছেন প্রত্যক্ষ হামলাকারী মৃত আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার, সাদ্দাম হাওলাদার, পারুল বেগম ও তার স্বামী মোস্তফা হাওলাদার।
এ ঘটনায় মোস্তফা হাওলাদার নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানায়, কবির, মনির ও সাদ্দামদের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল মাহফুজুর রহমানদের। এই বিরোধের জেরে বসতঘরে ঢুকে মাহফুজুরসহ তার মা ও বাবাকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য তার বাবা মাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে মাহফুজুর রহমান মারা যান। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: বগুড়ায় হোটেলে নিয়ে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগে সেনাসদস্য আটক
পাবনায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক
৬ মাস আগে
ভোলায় পারিবারিক বিরোধের জেরে যুবক নিহত, গ্রেপ্তার ১
ভোলায় পারিবারিক বিরোধের জেরে মো. টুলু নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমনষা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত টুলু ভোলা চরমনষা গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। এদিকে এই হত্যার ঘটনায় অভিযুক্ত ফারুককে দুপুরে পুলিশ গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: নাশকতার অভিযোগে ২৮ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ৬৫৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, টুলু ও অভিযুক্ত ফারুক ওই গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পে দুইটি আলাদা ঘরে বসবাস করতেন। শুক্রবার বিকালে তাদের পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে শনিবার সকালে টুলু কাজের উদ্দেশ্যে বের হলে ফারুক তাকে ছুরিকাঘাতে করেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ফারুক পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই টুলুর মৃত্যু হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির সাংবাদিকদের জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যার কাজে ব্যহৃত ছুরি জব্দ করে এবং দুপুরের দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুককে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মাগুরায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেপ্তার
বেনাপোলে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
১ বছর আগে
চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে আবু তাহের (৬০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোটভাই ও তার ছেলেদের বিরুদ্ধে।
শনিবার (২৪ জুন) রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের আকবরের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে আবু তাহেরের ছেলে আজম ও তার স্ত্রী আহত হয়েছেন।
ঘটনার পরপরই পালিয়ে যান ছোট ভাই ইউসূফ ও তার ছেলেরা।
আরও পড়ুন: রাজধানীতে স্বামীকে কুপিয়ে খুন করে ৯৯৯-এ স্ত্রীর ফোন
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন জানান, পারিবারিক বিরোধের ঘটনায় ছোট ভাই ও তার ছেলেরা বড় ভাই আবু তাহেরকে পিটিয়ে, লাথি মেরে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পলাতকদের ধরতে অভিযান শুরু করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঝিকরগাছায় ২৪০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
সাংবাদিক রব্বানীর খুনিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন: এমএসএফ
১ বছর আগে
সিলেটে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ খুন
সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক বিরোধে জেরে ভাসুরের ছুরিকাঘাতে খুন হয়েছেন গৃহবধূ।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভাসুর শফিক মিয়া পরিবারের সদস্যদের নিয়ে পলাতক রয়েছেন।
নিহত স্বপ্নারা বেগম (৪২) শফিকের ছোট ভাই আরব আমিরাত প্রবাসী মলিক মিয়ার স্ত্রী। তার বাবারবাড়ি পার্শ্ববর্তী চারখাই ইউনিয়নের ডেলাখানি গ্রামে।
এ ঘটনায় বিয়ানীবাজার থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান বাবা আরব আলী।
আরও পড়ুন: চাঁদপুরে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শফিক মিয়া ঘর নির্মাণের জন্য ছোট ভাই মলিক মিয়ার ঘরে একটি লিন্টল ভেঙে ফেললে গৃহবধূ স্বপ্নারা বেগমের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে শফিক ছুরি দিয়ে আঘাত করলে স্বপ্নারা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত লোকজন আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুল আমিন জানান, পারিবারিক বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে বাকবিতণ্ডার একপর্যায়ে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ মারা যান।
পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন
১ বছর আগে
কক্সবাজারে ইউএনএইচসিআর অফিসের সামনে রোহিঙ্গা যুবকের আত্মহত্যার চেষ্টা
পারিবারিক বিরোধ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগে কক্সবাজারে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের (ইউএনএইচসিআর) সাব-অফিসের সামনে পরিবার নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রোহিঙ্গা যুবক আবুল ওসমান। বুধবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের হোটেল-মোটেল সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আবুল ওসমান উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী শিবিরের ই ব্লকের ৪০ নম্বর শেডের বাসিন্দা এহসানুল হকের ছেলে। এসময় তার সাথে ছিলেন তার স্ত্রী, সন্তান ও মা ফাতেমা বেগম।
ভুক্তভোগী রোহিঙ্গা আবুল ওসমানের দাবি, তার সৎ মায়ের সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিন্তু সৎ মা সাবেরা খাতুনের এনজিও সংস্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সখ্য থাকায় তিনি নির্যাতনের শিকার হচ্ছেন। তার অভিযোগ, সৎ মায়ের কথা শুনে ক্যাম্প সিআইসি ও পুলিশ তার পরিবারকে নিয়মিত হয়রানি করছে।
কথিত আরসার নেতাদের হুমকি পেতে হচ্ছে জানিয়ে এ যুবক জানান, নিবন্ধিত শরণার্থী হিসেবে নিরাপত্তা দেয়ার কথা থাকলেও তারা কোনো কিছুই করছে না। বারবার অভিযোগ করার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এমনকি, নিবন্ধিত শরণার্থী হিসেবে যে সকল সুযোগ-সুবিধা পাওয়ার কথা তাকে তার কিছুই দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মাঝিকে কুপিয়ে হত্যা
রোহিঙ্গা যুবক জানান, তিনি বারবার সৎ মায়ের বিরুদ্ধে বিচার চেয়েছেন। কিন্তু কেউ তার কথা শোনেনি। তাই বিচার চাইতে তিনি ইউএনএইচসিআরের সাব অফিসে এসেছেন। এর বিচার না করলে আত্মহত্যা করার হুমকি দেন তিনি। পরে রাস্তায় শুয়ে আত্মহত্যার চেষ্টাও করেন।
তার মা ফাতেমা বেগম বলেন, ওসমানদের বাবা আরেকটি বিয়ে করেছেন। ওই নারী তার সন্তানদের হত্যার উদ্দেশ্যে বারবার হামলা করে লোকজন নিয়ে। এ নিয়ে বার বার অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এখন পুরো পরিবার শঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।
উল্টো অভিযুক্তরা তার ছেলেকে ভয়-ভীতি দেখিয়ে হেনস্তা করছে ভলে অভিযোগ করে তিনি বলেন, ইউএনএইচসিআর অফিসে কয়েক দফা বলার পরও সমাধান হচ্ছে না বা করছে না তারা।
ইউএনএইচসিআর কার্যালয়ের নিরাপত্তা রক্ষীদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহসিন বলেন, সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আবুল ওসমান ও তার পরিবারের সদস্যরা বের হন।
ঘটনাস্থলে উপস্থিত ইউএনএইচসিআর কক্সবাজার কার্যালয়ের লিয়াজোঁ অফিসার ইখতিয়ার উদ্দিন বায়েজীদ বলেন, নিবন্ধিত রোহিঙ্গা পরিবার বিভিন্ন অভিযোগ নিয়ে এসেছিলেন। তাদের সঙ্গে কথা এক পর্যায়ে তিনি অফিসের সামনের সড়কে বেরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে বুঝিয়ে শুনিয়ে রোহিঙ্গা শিবিরে ফেরত পাঠানো হয়েছে।
পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ২
২ বছর আগে
রোহিঙ্গা ক্যাম্পে ‘পারিবারিক বিরোধের’ জেরে স্বামীকে কুপিয়ে হত্যা
পারিবারিক বিরোধের জের ধরে শুক্রবার কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে তার ২৩ বছর বয়সী স্ত্রী কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এপিবিএন-১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে। পরে মো. সাইদুর রহমানের লাশ উদ্ধার ও তার স্ত্রী সানজিদা বেগমকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বর-কনে পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ২
তিনি জানান, এই দম্পতির দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল এবং প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার সন্ধ্যায় সাইদুর ঘুমিয়ে পড়লে সানজিদা একটি ছুরি নিয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে জখম করে। এতে সাইদুরের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সানজিদা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে। আহত ব্যক্তিকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তরিকুল বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় স্থানীয়রা আটক স্ত্রী সানজিদাকে পুলিশের কাছে তুলে দেয়। পরে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ‘কথিত’ আরসা নেতা হাসিমের লাশ উদ্ধার
তিনি বলেন, আটক সানজিদাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন জন্য অপেক্ষা করছি। তাহলে আরও বিস্তারিত জানা যাবে।
২ বছর আগে