ভোলায় পারিবারিক বিরোধের জেরে মো. টুলু নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমনষা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত টুলু ভোলা চরমনষা গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। এদিকে এই হত্যার ঘটনায় অভিযুক্ত ফারুককে দুপুরে পুলিশ গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: নাশকতার অভিযোগে ২৮ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ৬৫৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, টুলু ও অভিযুক্ত ফারুক ওই গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পে দুইটি আলাদা ঘরে বসবাস করতেন। শুক্রবার বিকালে তাদের পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে শনিবার সকালে টুলু কাজের উদ্দেশ্যে বের হলে ফারুক তাকে ছুরিকাঘাতে করেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ফারুক পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই টুলুর মৃত্যু হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির সাংবাদিকদের জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যার কাজে ব্যহৃত ছুরি জব্দ করে এবং দুপুরের দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুককে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মাগুরায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেপ্তার